এই প্রথম হলদিয়া শিল্প শহরে কারখানায় গেরুয়া শিবিরে
জয় লাভ। হলদিয়ার টাটা স্টিল কারখানায় স্থায়ী কর্মীদের নির্বাচনে এই প্রথম জয়ী গেরুয়া শিবির।হলদিয়া শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্…
এই প্রথম হলদিয়া শিল্প শহরে কারখানায় গেরুয়া শিবিরে
জয় লাভ। হলদিয়ার টাটা স্টিল কারখানায় স্থায়ী কর্মীদের নির্বাচনে এই প্রথম জয়ী গেরুয়া শিবির।হলদিয়া শিল্প শহরে হলদিয়ায় টাটা স্টিল কারখানায় হুগলি মেড কোক ডিভিশনে স্থায়ী কর্মীদের নির্বাচনে জয়ী হল বিজেপি সমর্থিত ট্রেড ইউনিয়নের দল। বুধবার সকাল ৭ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় ভোটগ্রহণ হয়। তৃণমূল, বিজেপি এবং সিপিআইএমের মধ্য ত্রিমুখী লড়াই ছিল।
বিজেপি সমর্থিত টাটা স্টিল লিমিটেড ক্যামডিজি হলদিয়া শ্রমিক ইউনিয়ন ভারতীয় প্রতীক ছিল সিংহ, তৃণমূল কংগ্রেস সমর্থিত আইএনটিটিইউসি প্রতীক ছিল সূর্য এবং সিপিএম সমর্থিত সিটুর প্রতীক ছিল কাস্তে হাতুড়ি। মোট ভোটার ছিল ১৯৯ জন। তার মধ্যে ভোট দিয়েছিল ১৯৭ জন। বিজেপি ভোট পেয়েছে ১২৮ টি। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে ৬২ টি অন্যদিকে সিপিএম ভোট পেয়েছে ৭ টি।



No comments