Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

মুড়ি, বাতাসা,মাক্স, স্যানিটাইজার তুলে দিলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সোনালী সংঘ ও পাঠাগার।

দেশজুড়ে করোনা আক্রমণের থাবায় মানুষ যখন বিপন্ন তখন গৃহবন্দি মানুষের ত্রাণ নিয়ে এগিয়ে এলেন

নন্দীগ্রাম-২ ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠান দক্ষিণ পুকুরিয়া সোনালী সংঘ ও পাঠাগার। আজ ৯ই এপ্রিল ২০২০ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্…

দেশজুড়ে করোনা আক্রমণের থাবায় মানুষ যখন বিপন্ন তখন গৃহবন্দি মানুষের ত্রাণ নিয়ে এগিয়ে এলেন

নন্দীগ্রাম-২ ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠান দক্ষিণ পুকুরিয়া সোনালী সংঘ ও পাঠাগার। আজ ৯ই এপ্রিল ২০২০ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম দলের নাপঞ্চায়েত এলাকার ২০টি সংসদের মোট এক হাজার পরিবারকে এলাকার করোনার আতঙ্কিত গৃহবন্দি দুস্থ পরিবারের মানুষজনকে আপৎকালীন ত্রাণ হিসাবে মুড়ি, বাতাসা, মাক্স, স্যানিটাইজার তুলে দিলেন নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সমাজসেবী প্রতিষ্ঠানে দক্ষিণ ঘোল পুকুর সোনালী সংঘ ও পাঠাগার। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা মোকাবিলায় সবাইকে সংঘের পক্ষ থেকে সতর্ক ভাবে একযোগে আরও উদ্যোগ গ্রহণের বার্তা দেওয়া হয় l এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ২ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্রীযুত পরিতোষ জানা, এছাড়া উপস্থিত ছিলেন বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রীযুত হরিপদ মান্না,দক্ষিণ ঘোল পুকুরিয়া সোনালী সংঘের সভাপতি শ্রী দেব প্রসাদ মাইতি, সম্পাদক অশোক কুমার দাস সহ সকল পরিচালকমণ্ডলী সদস্য, সদস্যা বৃন্দ।গ্রাম সংসদের সকল সদস্য, সদস্যা এবং সংঘের সকল কর্মী বন্ধুগণ উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরিতোষ জানা।

No comments