হলদিয়া : মে দিবস উপলক্ষে হলদিয়া বিভিন্ন কারখানা গেটের সামনে মাক্স স্যানিটাইজার ও দুস্থদের ত্রান বিলি
করা হয়। তৃণমূল ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে প্রায়
কুড়ি হাজার শ্রমিককে মাচো স্যানিটাইজার তুলে দেওয়া হয় পাশাপাশি সিপিএমে ট্…
হলদিয়া : মে দিবস উপলক্ষে হলদিয়া বিভিন্ন কারখানা গেটের সামনে মাক্স স্যানিটাইজার ও দুস্থদের ত্রান বিলি
করা হয়। তৃণমূল ট্রেড ইউনিয়ন এর পক্ষ থেকে প্রায়
কুড়ি হাজার শ্রমিককে মাচো স্যানিটাইজার তুলে দেওয়া হয় পাশাপাশি সিপিএমে ট্রেড ইউনিয়ন পক্ষ থেকে দুঃস্থদের তানভীর করা হয়।হলদিয়ায় বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী যশরাজ ব্রহ্মচারী ঐতিহাসিক মে দিবস
তথা শ্রমিক দিবস উপলক্ষে দ্বিতীয় পর্যায় Covid-19 (Corona) বিদ্ধস্ত তফসিলি জাতি সম্প্রদায় এলাকার মানুষের হাতে সামান্য ত্রাণ তুলে দিলেন। দীর্ঘ লকডাউন অন্যদিকে কিছু শ্রমিক কর্মহীন রুজি-রোজগার হিন হয়ে পড়ায় তাদের পাশে বিভিন্ন রাজনৈতিক দল প্রশাসনিক স্বেচ্ছাসেবী সংস্থা খাদ্যশস্য ডাল সোয়াবিন সাহায্যে এগিয়ে এলো।
No comments