Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বস্তাবন্দী স্কুলছাত্রী দেহ উদ্ধার প্রতিবেশীর বাড়ি থেকে।

বংটাইমস নিউজ;- হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডের আজাদহিন্দ নগর সংলগ্ন মাতঙ্গিনী বস্তি এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম সুজ…



বংটাইমস নিউজ;- হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডের আজাদহিন্দ নগর সংলগ্ন মাতঙ্গিনী বস্তি এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম সুজন পাত্র। সে নাবালিকার বাড়ির পাশেই থাকত। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ

 যুবকের বাড়ি থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিস। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। মেয়েটিনিজের বাড়িতে না টিভি থাকায় কোন না কোন প্রতিবেশীদের বাড়িতে যেত। ঐই দিন সন্ধায়  টিভিদেখতে প্রতিবেশী সুজন প্রতের বাড়িতে গিয়েছিল।সুজন প্রাত্রের স্ত্রী ও ছলে এক বছর আগে বিয়ে হওয়া

মেয়ের বাড়িতে চলেগিয়েছিল। বাড়িতে একা থাকায়  ঘটনাটি ঘটিয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ ওই নাবালিকাকে ধর্ষণ করে যুবক। সেই সময় সে অচৈতন্য হয়ে পড়ায় বাড়িতে ফেলে রাখে। পরে জ্ঞান ফিরতে সে কান্না জুড়তেই ভয় পেয়ে প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করে বলে অভিযোগ।পাসে কয়েক জন যুবক পিকনিক

করছিল,মেয়ের চিৎকার শুনতে পায় যুবকরা।কোথা থেকে এল খোঁজ করতে থাকে।সুজন পাত্র কে যুবকরা  সন্দেহ হওয়ায় তারা যুবকের বাড়ি ঘেরাও করে পুলিসে খবর দেয়। পুলিস এসে বস্তাবন্দি দেহ উদ্ধার করে।হলদিয়া হাসপাতালে নিয়েগেলে মৃতবলে।

No comments