দীর্ঘ প্রায় নয় বছর পর ফের রাজ্যের সরকারি স্কুল গুলির শিক্ষক নিয়োগের পরীক্ষা হল। ৩৫, ২৬০টি শূন্য পদের জন্য
আজ রাজ্য জুড়ে পরীক্ষার আয়োজন করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে স্কুল লেভেল সিলেকশন টেস্টে পূর্ব মেদিনীপুর জেলায় থেকে ম…
দীর্ঘ প্রায় নয় বছর পর ফের রাজ্যের সরকারি স্কুল গুলির শিক্ষক নিয়োগের পরীক্ষা হল। ৩৫, ২৬০টি শূন্য পদের জন্য
আজ রাজ্য জুড়ে পরীক্ষার আয়োজন করেছে স্কুল সার্ভিস কমিশন। তাতে স্কুল লেভেল সিলেকশন টেস্টে পূর্ব মেদিনীপুর জেলায় থেকে মোট পরীক্ষার্থী ৪০, ৪০০। যার মধ্যে নবম- দশমের জন্য পরীক্ষার্থী ২১, ২৫৫ জন এবং একাদশ- দ্বাদশের জন্য পরীক্ষার্থী ১৯, ১৪৫জন। রবিবার নবম দশমের পরীক্ষা নেওয়া হলেও একাদশ- দ্বাদশের পরীক্ষা নেওয়া হবে আগামী ১৪ তারিখ। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৩৫টি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। যেখানে থাকছে কড়া নিরাপত্তার বন্দোবস্ত।
চাকরি হারা শিক্ষক কালোব্যাজ পড়ে এসএসসিতে পরীক্ষায় বসলেন মহিষাদল গার্লস কলেজে। হলদিয়া চকদ্বীপা হাই স্কুলের চাকরি হারা শিক্ষক কার্তিক আদব।রবিবার ন বছর পর এসএসসি পরীক্ষা হল। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি
হয়ে সরকারকে কটাক্ষ। পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের ৩৫ টি পরীক্ষা কেন্দ্রের জন্য মোতায়েন থাকবে প্রায় ৭০০- ৮০০ জন পুলিশ। যাদের প্রত্যেকেই ইন্সপেক্টর পদমর্যাদার। এছাড়াও প্রস্তুত রাখা হবে কিউআরটি। তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মুভমেন্ট করানো হবে। কোনোরকম বিশৃঙ্খলা এড়াতে থাকবে সশস্ত্র পুলিশ। থাকবে মেটাল ডিটেক্টর ব্যবস্থাও। আইনশৃঙ্খলা রক্ষার জন্য ম্যাজিস্ট্রেট
পদমর্যাদার অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে।রবিবার পরীক্ষার জন্য পূর্ব মেদিনীপুরের তমলুক মহকুমায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৬টি। হলদিয়া মহকুমায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৫টি। কাঁথি মহকুমায় পরীক্ষা কেন্দ্র ৯টি এবং এগরা মহকুমায় ৫টি। এদের মধ্যে সবথেকে বেশি পরীক্ষার্থীর তমলুক মহাকুমায়। সকাল ১০ টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করল পরীক্ষার্থীরা।ইতিমধ্যে দাগিদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা যাতে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করতে না পারে সেজন্য প্রতিটি কেন্দ্রে তাদের নামের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রবেশের মুখেই তাদের আটকানো হবে।কিন্তু তাদের কাউকেই সেন্টারে আসতে দেখা গেল না। কোলাঘাট দেউলা হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢুকছে। সেই সঙ্গে হলদিয়া গভমেন্ট পন্সর হাই স্কুলের স্কুলের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।






No comments