শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হলদিয়া বন্দর প্রশাসনিক ভবন জহরটাওয়ারে ডেপুটেশন হলদিয়া ডক কমপ্লেক্স কন্টাকটার ওয়ার্কার অ্যাসোসিয়েশন তৃনমুলের সংগঠনে পক্ষ থেকে সময়মতো পিএফ ও ইএসআই বেনিফিটের দাবিতে বৃহস্পতিবার বিকালে ডেপুটে…
শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে হলদিয়া বন্দর প্রশাসনিক ভবন জহরটাওয়ারে ডেপুটেশন হলদিয়া ডক কমপ্লেক্স কন্টাকটার ওয়ার্কার অ্যাসোসিয়েশন তৃনমুলের সংগঠনে পক্ষ থেকে সময়মতো পিএফ ও ইএসআই বেনিফিটের দাবিতে বৃহস্পতিবার বিকালে ডেপুটেশান দিল শ্রমিকরা। বন্দরের বিবি ঘোষ অডিটোরিয়াম থেকে প্রায় হাজার খানেক শ্রমিক মিছিল করে গিয়ে গেট ঘেরাও করেন। মিছিলে নেতৃত্ব দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সংগঠনের জেলা সভাপতি চন্দন দে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল এবং বন্দরের শ্রমিক নেতৃবৃন্দ। ঋতব্রত সহ নেতৃবৃন্দ পরে বন্দরের ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিভিন্ন দাবিদাওয়া
নিয়ে। নেতৃবৃন্দ বলেন, বন্দরে ঠিকা শ্রমিকরা ঠিকমতো পিএফ ইএসআই সহ অন্যান্য বেনিফিটের টাকা ঠিকমতো পাচ্ছেন কি না সেই বিষয়টি ঠিকাদারের পাশাপাশি প্রিন্সিপাল এমপ্লয়ার বা মূল নিয়োগকারী হিসেবে বন্দরকে নিশ্চিত করতে হবে। এই বিষয়ে বন্দরের প্রত্যক্ষ নজরদারি দাবি করা হয়েছে। কেউ যদি শ্রমিককে এই টাকা পেমেন্ট না করে তাহলে বন্দরকে সেবিষয়ে দায়িত্ব নিতে হবে এবং ওই ঠিকাদারকে পেমেন্ট বন্ধ করতে হবে। তাছাড়া ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন টেন্ডার কপি শ্রমিক সংগঠনকে দিতে। বন্দরের নয়া ল্যান্ড লর্ড মডেল চালু হওয়ায় সেই টেন্ডার কপিতে শ্রমিকের কী প্রাপ্য লেখা থাকে। টেন্ডারই এখন নতুন সিওডি। সেই অনুযায়ী শ্রমিক নেতারা যাচাই করবেন ঠিকমতো ঠিকাদার পেমেন্ট করছে কি না জানতে পারব।
No comments