Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

তৃণমূল নেতার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলের চাঁপিতে।

জলদিয়া মহিষাদলে বুধবার সকালে চাঁপি গ্রামে তৃনমুল কর্মীর দেহ। মৃত যুবকের নাম সেক আহমেদ (৩৬)। তাঁর দেহটি গ্রামেরই একটি বাড়ির পেছনে পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়…



জলদিয়া মহিষাদলে বুধবার সকালে চাঁপি গ্রামে তৃনমুল কর্মীর দেহ। মৃত যুবকের নাম সেক আহমেদ (৩৬)। তাঁর দেহটি গ্রামেরই একটি বাড়ির পেছনে পড়ে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় । মৃত যুবক স্থানীয় লক্ষ্যা ২ অঞ্চলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তাঁর স্ত্রীও সদ্য বিদায়ী পঞ্চায়েতের সদস্যা ছিলেন। তবে ঠিক কি কারনে ওই যুবকের মৃত্যু তা নিয়েই রহস্য দানা বেঁধেছে।

মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের এক সঙ্গী সেক রবিকুলকে আটক করা হয়। তবে ঠিক কি কারনে মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে। মৃতের পরিবারে তাঁর বাবা, মা, স্ত্রী ও ৩ সন্তান বর্তমান। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।স্থানীয় সূত্রে জানা যয় মঙ্গলবার সকালে চাঁপি মধ্যপল্লী এলাকায় পুরানো রেশন দোকানের কাছে ওই যুবকের মোটর বাইকটি রাস্তার পাশে পড়ে থাকে সেই সঙ্গে বেশ খানিকটা দূরে একটি বাড়ির পেছনে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভীড় জময়। এরপরেই মহিষাদল থানার পুলিশ  মৃত দেহটিকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে তদন্ত চালানোর সময় জানা যায় স্থানীয় যুবক সেক রবিবুল গতকাল রাত্রি প্রায় ১২টা পর্যন্ত আহমেদের সঙ্গে কাটিয়েছিল। কিন্তু তারপর কিভাবে এই মৃত্যু তা জানা নেই বলে রবিবুলের দাবী। এরপরেই পুলিশ রবিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। মৃতের স্ত্রী মানোয়ারা বিবি জানান, “গতকাল বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল আহমেদ। মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যায়। এরপর রাতে জানিয়েছিল দোকান থেকে গহনাগুলি বুধবার দেওয়া হবে। রাত্রি সাড়ে ১১টা পর্যন্ত ফোনে যোগাযোগ হলেও তারপর থেকে আহমেদের ফোন সুইচ অফ হয়ে যায়” 

এদিন মৃতদেহ উদ্ধারের সময় আহমেদের পকেটে টাকা বা সোনার গহনা কিছুই ছিল না বলে খবর। স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি যুবকটি কিছুটা সঙ্গদোষেও পড়েছিল। তবে যেভাবে তাঁর মোটরবাইকটি রাস্তার পাশে পড়েছিল এবং আহমেদের মৃতদেহ অনেকটা দূরে একটি বাড়ির পেছনে উদ্ধার হল তা নিয়েই নানান সন্দেহ দানা বাঁধছে।

No comments