চাঁদের মাটিতে ছুঁল রোভার প্রজ্ঞান প্রথম ছবি প্রকাশ ইসরোর চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে চাঁদের দক্ষিন মেরুতে রোভার প্রজ্ঞান প্রথম ছবি পাঠালো।রোভার টায়ারে ইসরোর ও অশোক তোম্ভের ছাপ চাঁদের পিঠে চিহ্নিত করে।বুধবার ভারতীয় সম…
চাঁদের মাটিতে ছুঁল রোভার প্রজ্ঞান প্রথম ছবি প্রকাশ ইসরোর
চন্দ্রযান ৩ ল্যান্ডার বিক্রম থেকে বেরিয়ে চাঁদের দক্ষিন মেরুতে রোভার প্রজ্ঞান প্রথম ছবি পাঠালো।রোভার টায়ারে ইসরোর ও অশোক তোম্ভের ছাপ চাঁদের পিঠে চিহ্নিত করে।বুধবার ভারতীয় সময় ৬ বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরন করে।১৯ মিনিট পর কাজ শুরু করে দেয় রোভার প্রজ্ঞান।
সন্ধে ছয়টা বেজে চার মিনিটে ইতিহাস গড়ে চাঁদের দক্ষিণ মেরুতে পালকের মতো অবতরণ করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রাখল ভারত। যদিও চাঁদের বুকে পা রাখার ক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থতম দেশ। যখন চাঁদের মাটিতে পা রেখেছিল ‘বিক্রম’ তখন বেঙ্গালুরুর ইসরোর কন্ট্রোল রুমের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। ঘন্টা দুয়েক বাদে বিক্রমের সঙ্গে মোক্স-ইসট্রাকের সংযোগ ফের স্থাপন হয়। আর ওই সংযোগ স্থাপনের পরেই চাঁদের মাটিতে অবতরণের ঐতিহাসিক মুহুর্তের ছবি পাঠাতে শুরু করে দিয়েছে ‘বিক্রম’। ভেলোসিটি ক্যামেরার মাধ্যমেই ওই ছবি তোলা হয়েছে বলে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে
No comments