বুধবার বিকেলে হলদিয়া পৌরসভায় হলদিয়া পৌরসভা নির্বচন সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিতে গিয়ে হলদিয়া পৌরসভা গেটের মুখে বিশাল পুলিশ বাহিনির বাধার মুখে পড়ে CPIM কর্মীরা। পুলিশ বাধাদিলে পুলিশের সঙ্গে CPIMকর্মির ধস্তাধস্তি বেঁধেযায়।তার পর ক…
বুধবার বিকেলে হলদিয়া পৌরসভায় হলদিয়া পৌরসভা নির্বচন সহ একাধিক দাবিতে ডেপুটেশন দিতে গিয়ে হলদিয়া পৌরসভা গেটের মুখে বিশাল পুলিশ বাহিনির বাধার মুখে পড়ে CPIM কর্মীরা। পুলিশ বাধাদিলে পুলিশের সঙ্গে CPIMকর্মির ধস্তাধস্তি বেঁধেযায়।তার পর কয়েজন হলদিয়া পৌরপশাসক ও SDO কাছে ডেপুটেশন দেয়। নেতৃত্ব অচিন্ত্য শাসমল, লক্ষীকান্ত সামন্ত, পূর্বাশা সামন্ত, রিনা পাহাড়ি, গুরুপদ পাল, অশোক মাইতি ও শুভশ্রী সামন্ত।
মিছিল শেষে বক্তব্য রাখেন পার্টি নেতৃত্ব পরিতোষ পট্টনায়েক, নজরুল ইসলাম, মহিম কুইতি প্রমুখ। সভাপতিত্ব করেন অমল নায়েক।
দাবী সমুহ ---
১)গোটা হলদিয়া পৌর এলাকা জুড়ে বেহুল নিকাশি ব্যবস্থা,
২)পানীয় জলের সংকট, বেহাল রাস্তাঘাটের অবস্থা, অমরুত প্রকল্প কয়েক কোটি টাকা খরচ করা হলেও এখান থেকেপরিশ্রুত পানীয় জল মানুষ পাচ্ছে না।
৩)রাস্তার স্ট্রিট লাইটগুলি খারাপ,
৪) ঝিল ও ড্রেন গুলিতে নোংরা জমার ফুলের ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,
৫)পৌরসভায় জায়গা তৃণমূলের নেতারা অবৈধভাবে দখল করে নিয়ে টাকার বিনিময়ে লোক বসাচ্ছে তার বিরুদ্ধে,
৬) পৌর এলাকার ওয়ার্ডে ওয়ার্ডে তৈরি হওয়া কমিউনিটি হল গুলি যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। বিশেষ করে রবীন্দ্র নজরুল হল যা কয়েক লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছিল তা আজকে ভগ্নপ্রায়।
৭) স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ডাক্তার নেই প্রয়োজনীয় সামগ্রীকে অভাব।
৮) ইমামি নোংরা পচা জল ১৫,১৬ ওয়ার্ড সহ একটা বিস্তীর্ণ এলাকাতে চাষের কাজের ভয়ঙ্কর ক্ষতি করছে।
৯) বিল্ডিং প্ল্যান পাস করানোর ক্ষেত্রে জটিলতা বাড়ছে যার ফলে সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে,
১০) সব গরিব মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিতে হবে
১১)পৌর কর্মচারী বিশেষ করে অস্থায়ী এবং যারা নো ওয়ার্ক নো পে সিস্টেমে কাজ করছেন
১২) ১৯৬১-৬২ সালে হলদিয়া থেকে উদ্বাস্তু হওয়া মানুষের কিছু অংশ এখনো পুনর্বাসন পায়নি। প্লট পায়নি। সেই সঙ্গে একটা বড় অংশ এখনো চাকরি পায়নি। তাদের ব্যাপারে পৌর প্রশাসক হিসেবে হস্তক্ষেপ করতে হবে। ওই তালিকা সঙ্গে যুক্ত করা হলো।
১৩) হলদিয়া এলাকার জুড়ে অসংখ্য বস্তি রয়েছে এই বস্তিগুলিতে পৌরসভা থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে অকারণে ঝামেলা না করা হয় সেই ব্যাপারে পৌর প্রশাসককে দেখতে হবে।
No comments