হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের নামে হুলিয়া জারি করল মহকুমা আদালত। হলদিয়া মহকুমা আদালতের এসিজেএম প্রোক্লেমেশন নোটিস দিয়ে হুলিয়া
জারি করেন। ১৫অক্টোবর এই নোটিস জারি হয়। সোমবার অফিস খোলার সঙ্গে সঙ্গে পুরসভার দ…
হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামলকুমার আদকের নামে হুলিয়া জারি করল মহকুমা আদালত। হলদিয়া মহকুমা আদালতের এসিজেএম প্রোক্লেমেশন নোটিস দিয়ে হুলিয়া
জারি করেন। ১৫অক্টোবর এই নোটিস জারি হয়। সোমবার অফিস খোলার সঙ্গে সঙ্গে পুরসভার দেওয়াল, নোটিসবোর্ড সহ বিভিন্ন সরকারি অফিস ও পাবলিক প্লেসে এই নোটিস সাঁটানোর কাজ শুরু করেছে। হলদিয়ার এসডিপিও বলেন, ভবানীপুর থানায় শ্যামল আদকের বিরুদ্ধে মামলা হওয়ার পর আদালত গত ২ অক্টোবর তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছিল। সেই পরোয়ানা সত্ত্বেও তিনি ধরা না পড়ায় এবার আদালত হুলিয়া জারি করল।
No comments