Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারিতে কর্মরত অবস্থায় জখম ৩

হলদিয়া রিফাইনারি ডিলিট কোক ইউনিটে ১৪ ইঞ্চি তরল কোক কয়লা বহনকারী পাইপ ফেটে জখম ৩ জন স্থানীয় ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটে সোমবার বিকেল পৌনে তিনটে নাগাদ।জখম শ্রমিকদের প্রথমে হলদিয়া টাউনশিপে আইওসির নিজস্ব হাসপাতালে এবং পরে কলকাতার দি…

 হলদিয়া রিফাইনারি ডিলিট কোক ইউনিটে ১৪ ইঞ্চি তরল কোক কয়লা বহনকারী পাইপ ফেটে জখম ৩ জন স্থানীয় ঠিকা শ্রমিক। ঘটনাটি ঘটে সোমবার বিকেল পৌনে তিনটে নাগাদ।জখম শ্রমিকদের প্রথমে হলদিয়া টাউনশিপে আইওসির নিজস্ব হাসপাতালে এবং পরে কলকাতার দিশান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানায় তমলুক সংগঠনিক INTTUC সভাপতি শিবনাথ সরকার। 



সূত্রের খবর এই প্লান্টটি চার পাঁচ বছর আগে শুরু হয়েছিল।এদিন বিপত্তি ঘটে ৩ জন ঠিকা শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।সূত্রের খবর ওই সময় মোট পাঁচজন কাজ করছিলেন।তাদের মধ্যে তিনজন ওপরে ও দুজন নীচে ছিলেন।বয়লারের মুখের কাছে পাইপের এলবো খুলে লাইন লাইন পরিস্কার করার সময় আচমকাই এই বিপত্তি ঘটে।প্রত্যক্ষদর্শী ঠিকা শ্রমিকরা জানাচ্ছে হঠাৎ করে দুজন চিৎকার করে ছুটে আসেন। তারপরেই জখম শ্রমিকদের উদ্ধার করা হয়।

গুরুতর জখম তিন শ্রমিকের শরীরের বেশিরভাগ অংশ তরল কোক কয়লার আঁচে অগ্নিদগ্ধ হয়ে গেছে।

No comments