শনিবার হলদিয়া ডক ঘুরে দেখলেন কলকাতা-হলদিয়া বন্দরের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিএল হরনাদ
। তিনি বর্তমানে পারাদীপ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তাঁকে যুগ্ম দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা-হলদিয়ার। এর আগে কলকাতা-হলদিয়া…
শনিবার হলদিয়া ডক ঘুরে দেখলেন কলকাতা-হলদিয়া বন্দরের সদ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিএল হরনাদ
। তিনি বর্তমানে পারাদীপ বন্দরের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। একইসঙ্গে তাঁকে যুগ্ম দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা-হলদিয়ার। এর আগে কলকাতা-হলদিয়া বন্দরের চেয়ারম্যান ছিলেন বিনীত কুমার। এদিন হলদিয়া বন্দর পরিদর্শনে এসে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরনাদ বন্দরের পরিবহণ ক্ষমতা বাড়ানো, দ্রুত ডিজিটাইজেশন এবং পরিবেশবান্ধব(গ্রীন ইনিসিয়েটিভ) বন্দর গড়ে তোলার উপর জোর দেন। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ নতুন চেয়ারম্যান হলদিয়া আসেন। প্রথমে তিনি ডক ভিজিটে যান। সেখানে তিনি রিমোট পরিচালিত একটি সার্ভে ভেসেলের উদ্বোধন করেন। ডকের মধ্যে গভীরতা মাপার জন্য ওই সার্ভে ভেসেলেব ব্যবহার শুরু করছে বন্দর কর্তৃপক্ষ। ডক ভিজিটের সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা, জেনারেল ম্যানেজার(প্রশাসন) প্রভীনকুমার দাস, জেনারেল ম্যানেজার(ট্রাফিক) অভয়কুমার মহাপাত্র ও অন্যান্য পদস্থ আধিকারিকরা। বিশেষ ভেসেলে করে ডকের মধ্যেকার বার্থগুলির কার্গো হ্যান্ডেলিং খতিয়ে দেখেন। এরপর তিনি বন্দর আধিকারিকদের নিয়ে বিকেলে জহর টাওয়ারে বৈঠকে বসেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে প্রশাসনিক বৈঠক।
No comments