হলদিয়া পুরসভায় শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত মামলায় একটানা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে রাতে গ্রেপ্তার করল পুলিস। এদিন রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিস। সুতাহাটা থা…
হলদিয়া পুরসভায় শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত মামলায় একটানা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল সত্যব্রত দাসকে রাতে গ্রেপ্তার করল পুলিস। এদিন রাত ১১টা নাগাদ তাঁকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিস। সুতাহাটা থানায় কেস নম্বর ৩৫২ u/s ৪০৯ ipc। দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এসডিপিও রাহুল পাণ্ডে।
এদিন সকাল থেকে তাঁকে সিটের সদস্যরা ম্যারাথন জেরা করেন। গত কয়েকদিন ধরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিস ভবানীপুর থানায় ডাকে। সত্যব্রত দাস পুরসভার টেন্ডার কমিটির চেয়ারম্যান ছিলেন এবং শ্যামল আদক ঘনিষ্ঠ বলে পরিচিত।
সত্যব্রত দাস(স্বপন দাস নামে পরিচিত) ঠিকাদার হিসেবে পরিচিত। তিনি পুরসভার ১নম্বর ওয়ার্ড সুতাহাটাট কাউন্সিলর ছিলেন। ২০১৭ সালে জয়ী হয়ে কাউন্সিলর হন। ২০২১ সালে তিনি বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শ্যামল আদকের সঙ্গে।
No comments