থানার বেতালিয়ার কাছে কলকাতার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে একটি ফুল পঞ্জাব গাড়িকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি স্কট কার। এই বুলেট প্রুফ গাড়িটি কনভয়ের একদম পিছনে ছিল বলে খবর। সূত্রের খবর, গাড়িতে চার জওয়ান ছিলেন। তাঁরাই এই …
থানার বেতালিয়ার কাছে কলকাতার দিকে দ্রুত গতিতে যাওয়ার পথে একটি ফুল পঞ্জাব গাড়িকে ধাক্কা মারে শুভেন্দুর কনভয়ের একটি স্কট কার। এই বুলেট প্রুফ গাড়িটি কনভয়ের একদম পিছনে ছিল বলে খবর। সূত্রের খবর, গাড়িতে চার জওয়ান ছিলেন। তাঁরাই এই দুর্ঘটনায় অল্প বিস্তর আহত হয়েছেন। তাঁদের বর্তমানে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরবর্তীতে কাঁথি নানা ও মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশে রওয়ানা হয়েছেন শুভেন্দু। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগেও এই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। এবার ফের মারিশদা থানা এলাকায় শুভেন্দুর কনভয় দুর্ঘটনা ঘটে গেল। সূত্রের খবর, সোমবার এদিন দিঘা নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক দিয়ে পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল শুভেন্দুর কনভয়। সেই সময়েই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় শুভেন্দুর কনভয়ের একটি গাড়ির। যদিও শুভেন্দু অধিকারী সুস্থই আছেন বলে জানা যাচ্ছে। যদিও ঘটনার পর থেকেই ট্রাকের চালক পলাতক। আটক করা হয়েছে ট্রাকের খালাসিকে।
There are many regions of the world that won’t in a position to|be 바카라사이트 capable of|have the ability to} play at Hell Spin. Many countries have completely different rules concerning on-line or offline playing, as many websites are forbidden by regulation to allow on-line playing in a particular country. In spite of reality that|the fact that} there are so many of} games to strive, being able to|with the ability to|having the ability to} play in practice mode is a great perk. If you come throughout a sport you’re much less acquainted with, you can to|you presumably can} at all times strive earlier than you make investments your money. Due to broad variety|the huge variety|the extensive range} of possibilities out there, the money withdrawals process can also be|can be} somewhat straightforward.
ReplyDelete