কুতুব মিনারের চেয়েও লম্বা এই জোড়া টাওয়ার ভেঙ্গে ফেলার কারণ নিয়ম না মেনে নির্মাণ করার।সুপ্রিম কোর্ট এই জোড়া টাওয়ার ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয়ছিল।দুটি বহুতল ভেঙে ফেলা হয় সেই দুটির মধ্যে একটির নাম
অ্যাপেক্স, যার উচ্চতা ছিল ১০০…
কুতুব মিনারের চেয়েও লম্বা এই জোড়া টাওয়ার ভেঙ্গে ফেলার কারণ নিয়ম না মেনে নির্মাণ করার।সুপ্রিম কোর্ট এই জোড়া টাওয়ার ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেয়ছিল।দুটি বহুতল ভেঙে ফেলা হয় সেই দুটির মধ্যে একটির নাম
অ্যাপেক্স, যার উচ্চতা ছিল ১০০ মিটার এবং অপরটি নাম সিয়ানে, যার ছিল ৯৭ মিটার।নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা দুটি টাওয়ার তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক ৩০০ কোটি টাকা। যদিও পরে এই মূল্যায়ন বের হয়েছে ৮০০ কোটি টাকা।রবিবার দুপুর বেলা এই টুইন টাওয়ারে বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলার জন্য ব্যবহার করা হয় ডিটোনেটর, শক টিউবের মতো বিস্ফোরক। এই দুটি আবাসন ভেঙ্গে ফেলার পর মোট ৮০ হাজার টন ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। ৪০ তলা এই জোড়া আবাসন ভেঙ্গে ফেলতে খরচ হয়েছে ২০ কোটি টাকা। এই ২০ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা দিয়েছে আবাসন নির্মাণকারী সংস্থা এবং বাকি টাকা তোলা হবে ধ্বংসাবশেষ বিক্রি করে।
No comments