নিজস্ব সংবাদদাতা,হলদিয়া:- শুক্রবার সকালে হলদিয়ার সুতাহাটা থেকে দুটি খরিপ সাপ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে সুতাহাটার হোড়খালি খালে মাছ ধরার জালে আটকে পড়েছিল একটি সাড়ে চার ফুট লম্বা কেউটে সাপ।খবর পেয়ে পশ্চিমবঙ্গ বি…
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া:- শুক্রবার সকালে হলদিয়ার সুতাহাটা থেকে দুটি খরিপ সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে সুতাহাটার হোড়খালি খালে মাছ ধরার জালে আটকে পড়েছিল একটি সাড়ে চার ফুট লম্বা কেউটে সাপ।খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সদস্যরা গিয়ে সাপটি উদ্ধার করেন।অন্যদিকে দুর্গাচক লাগোয়া একটি খাল থেকে ৬ ফুট লম্বা একটি খরিস সাপ উদ্ধার করা হয়।সাপ দুটি বালুঘাটা বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।্
No comments