করোনা টিকাকরণের কাজ শেষে স্কুটি বাইক চালিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বুধবার দুপুরে ট্যাঙ্কারের ধাক্কায় হলদিয়া পুরসভার এক স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু হল। মৃত স্বাস্থ্য কর্মীর নাম শিবানী মাইতি(৩৮)। হলদিয়ার এইচপিএ…
করোনা টিকাকরণের কাজ শেষে স্কুটি বাইক চালিয়ে স্বাস্থ্যকেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে বুধবার দুপুরে ট্যাঙ্কারের ধাক্কায় হলদিয়া পুরসভার এক স্বাস্থ্যকর্মীর মর্মান্তিক মৃত্যু হল। মৃত স্বাস্থ্য কর্মীর নাম শিবানী মাইতি(৩৮)। হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডে সিটিসেন্টার সংলগ্ন ইমামি ক্রসিংয়ের কাছে দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্যাঙ্কারটি পিছন থেকে ধাক্কা মেরে বাইক সহ ওই স্বাস্থ্য কর্মীকে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি কাজ শেষে নন্দকুমারের কল্যাণপুরে ফিরছিলেন। ওই স্বাস্থ্য কর্মী পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন। খবর পেয়েই ছুটে যান পুরসভার চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল সহ একাধিক কাউন্সিলর। ঘাতক গাড়ি সহ চালক ও খালাসিকে আটক করা হয়েছে।
No comments