প্রয়াত প্রাক্তন বিধায়কনিজস্ব সংবাদদাতা,হলদিয়া: প্রয়াত হলেন হলদিয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক নিত্যানন্দ বেরা । বুধবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ কলকাতার উডল্যান্ড নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে বয়স হয়েছিল…
প্রয়াত প্রাক্তন বিধায়ক
নিজস্ব সংবাদদাতা,হলদিয়া: প্রয়াত হলেন হলদিয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক নিত্যানন্দ বেরা । বুধবার দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ কলকাতার উডল্যান্ড নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর ।
২০০১ থেকে ২০১১ সাল পযর্ন্ত হলদিয়ায় সিপিএম বিধায়ক ছিলেন তিনি । ২০১১ সালে শেষবার হলদিয়া বিধানসভায় সিপিআইএমের হয়ে প্রার্থী হয়ে পরাজিত হন । প্রয়াত বিধায়কের মেয়ে শতাব্দী বেরা জানিয়েছেন, দীর্ঘদিন নিত্যানন্দবাবু অসুস্থ ছিলেন । কলকাতার উডল্যান্ড নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
বিধায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর আত্মীয়-পরিজন থেকে স্থানীয় মানুষের মধ্যে । বুধবার রাতে কলকাতা থেকে হলদিয়ায় মৃতদেহ পৌঁছায় । তাঁর দল সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রয়াত নিত্যানন্দবাবুকে শেষ শ্রদ্ধা জানান ।
No comments