Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

আমেরিকার ভারতীয় প্রবাসীদের দূর্গাপুজো

আমেরিকায় বসবাসকারী বাঙালি প্রবাসীদের দুর্গাপূজার শনিবার মহাষ্টমী, মহাষ্টমী পূজা অর্চনা পাঠ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এক দিকে যখন  বাংলায় বিসর্জনের ব্যস্ত ঠিক সেই সময় আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আমেরিকার ক্যান্সাস সিটিতে …

 আমেরিকায় বসবাসকারী বাঙালি প্রবাসীদের দুর্গাপূজার শনিবার মহাষ্টমী, মহাষ্টমী পূজা অর্চনা পাঠ পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান। এক দিকে যখন  বাংলায় বিসর্জনের ব্যস্ত ঠিক সেই সময় আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা আমেরিকার ক্যান্সাস সিটিতে সংগম ক্লাবে  শনিবার সকালে মহা অষ্টমী পুজো পাটে ব্যস্ত।আমেরিকাতে বসবাসকারী ভারতীয়রা ছুটি না





 থাকায় ছুটির দিন ধরেই পূজা পাঠ করতে হয় সেইমতো শনিবার মহা অষ্টমী নবমী রবিবারে দশমিক উদযাপন করবে।পুজোর পাশাপাশি পেটপুজোতে ব্যস্ত মহিলারা, অষ্টমী সকালে খিচুড়ি,বেগুনি পাঁচমেশালি,পায়েস,পাপর রাতে পাঁঠার মাংস,রুই মাছের কালিয়া,অড়হের  ডাল,এঁচোড়,  ছোলার ডালনা, পটল ডালনা, ল্যাংচা, কমলাভোগ আরো অনেক ধরনের রান্না বান্না। সঙ্গম ক্লাবের  প্রেসিডেন্ট অমিতাভ চৌধুরী বলেন  পুজোর জন্য প্রতিমা কলকাতা কুমোরটুলি থেকে নিয়ে যাওয়া হয়েছে। জলপথে প্রায় এক মাস লেগেছে প্রতিমা  পৌঁছাতে।শুক্রবার থেকে পুজো শুরু হয়েছে রবিবার দশমি। পুজো পাঠের পাশাপাশি  সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে,বিভিন্ন জায়গা থেকে এই পুজো দেখার জন্য মানুষ  উপস্থিত হন।এবছর 25 তম বছরে পড়ল পুজো।পুজো উদ্যোক্তাদের মধ্যে ডক্টর অনিমেষ ধর বলেন পুজোর সময় ছুটি না থাকার জন্য ছুটি দেখে পুজো করতে হয়।ক্লাব উদ্যোক্তাদের মধ্যে ডক্টর তপন কুমার মান্না জানালেন ওনাদের প্রতিবছরই এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকেল থেকে সপ্তমী পুজো শুরু হয়েছে।শনিবার  অষ্টমী পুজো।তিন দিন ধরে  অনুষ্ঠিত হচ্ছে রবিবার বিসর্জন হবে।

No comments