নিজস্ব প্রতিনিধী,হলদিয়াঃআজ অনুষ্ঠিত হলো তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কর্মীসভা।উপস্থিত ছিলেন প্রধান বক্তা পঃ বঃ তৃনমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ,সভার সভাপতিত্ব করেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব…
নিজস্ব প্রতিনিধী,হলদিয়াঃআজ অনুষ্ঠিত হলো তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাংগঠনিক কর্মীসভা।উপস্থিত ছিলেন প্রধান বক্তা পঃ বঃ তৃনমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ,সভার সভাপতিত্ব করেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র,তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের চেয়ারম্যান বিপ্লব রায় চৌধুরী ও সভাপতি দেবপ্রসাদ মন্ডল,তমলুক সাংগঠনিক জেলা আই.এন.টি.টি.ইউ.সির সভাপতি তাপস মাইতি, মহিলা শাখার সভানেত্রী শিবানী দে কুন্ডু,বিধায়ক সুকুমার দে,বিধায়ক তীলক
চক্রবর্তী,শহীদজননী বিধায়িকা ফিরোজা বিবি,জেলা পরিষদের সভাধীপতি দেবব্রত দাস,সহ সভাধীপতি সেক সুফিয়ান,আরও অনান্য বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ।রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র কে দিদির ছবি লাগানো স্মারক দিয়ে শুভেচ্ছা জানালেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ ও পুষ্প স্তবক দিয়ে বরণ করেন জেলা যুব সভাপতি অভিষেক দাস।মঞ্চ পরিচালনা করেন সুতাহাটা ব্লক তৃনমূল কংগ্রেসের সহ-সভাপতি জগন্নাথ মান্না।স্থান - সুতাহাটা সুবর্ণ জয়ন্তী ভবন, সময়- দুপুর ২ টা।অতি বৃষ্টির মধ্যেও সভাতে লোক ছিলো চোখে পড়ার মতো।
Coin Casino - How to Get a Welcome Bonus
ReplyDeleteYou must ensure you 샌즈카지노 have no more than 25 spins 인카지노 to activate the bonus. · You must do this in order to get deccasino a bonus for your Casino