নিজস্ব প্রতিনিধি,তমলুকঃ- বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রতিনিয়িত দলিত দমন ও মহিলাদের উপর অত্যাচার,না বালিকাদের ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে এবং পুঁজিপতিদের স্বার্থে গরীব মানুষকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়া মোদি সরকারের জনবিরোধী কৃষ…
নিজস্ব প্রতিনিধি,তমলুকঃ- বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রতিনিয়িত দলিত দমন ও মহিলাদের উপর অত্যাচার,না বালিকাদের ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে এবং পুঁজিপতিদের স্বার্থে গরীব মানুষকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দেওয়া মোদি সরকারের জনবিরোধী কৃষি বিলের বিরুদ্ধে তমলুক শহর তৃনমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।উক্ত মিছিলকে সংগঠিত করার জন্য যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয় তমলুকের যুবনেতা শম্ভু দাস ও সেক আব্দুল মতিন কে।উক্ত মিছিলে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি পার্থ সারথি মাইতি,পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শিখা মাইতি,পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল কংগ্রেসের সহ- সভাপতি চিত্ত মাইতি,এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের তথা প্রাঃ সভাপতি তথা লড়াকু যুবনেতা অর্নব দেবনাথ, সুতাহাটা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের প্রাঃ যুব সভাপতি দিয়ানত আলি মোল্লা, মহিষাদল ব্লকের যুবনেতা সেক মঈদুল এছাড়াও অনান্য নেতৃত্ববৃন্দ।উক্ত মিছিলে লোক ছিলো চোখে পড়ার মতো প্রায় চার থেকে পাঁচ হাজার লোক অংশ গ্রহণ করেন। মিছিলটি শুরু হয় মানিকতলা থেকে শেষ হয় হাসপাতালমোড়ে গিয়ে।
No comments