Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

রামকৃষ্ণগঞ্জ বাজার কমিটি, মঠ চন্ডীপুর এর আয়োজনে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা প্রথম সারির সৈনিক, তাঁদের সম্মানিত করা হল আজ চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল

রামকৃষ্ণগঞ্জ বাজার কমিটি, মঠ চন্ডীপুর এর আয়োজনে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা প্রথম সারির সৈনিক, তাঁদের সম্মানিত করা হল আজ চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল(বর্তমানে যা জেলার অন্যতম করোনা হাসপাতাল)  প্রাঙ্গণে এবং একই সঙ…

                                       


 রামকৃষ্ণগঞ্জ বাজার কমিটি, মঠ চন্ডীপুর এর আয়োজনে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা প্রথম সারির সৈনিক, তাঁদের সম্মানিত করা হল আজ চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল(বর্তমানে যা জেলার অন্যতম করোনা হাসপাতাল)  প্রাঙ্গণে এবং একই সঙ্গে সম্মান ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশততম জন্মবর্ষ পূর্তি ও শহীদ মাতঙ্গিনী হাজরার আত্ম বলিদান দিবস।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী অভিষেক দাস, BDO, Chandipur Block, মাননীয় ইমরান মোল্লা, OC,Chandipur P.S. এবং চন্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডাক্তার, নার্স,সাফাইকর্মী সহ অন্যান্যরা।



১৯৫৫ খ্রীস্টাব্দে প্রতিষ্ঠিত এই বাজার কমিটি প্রায় ৬৫০ টি দোকান ও স্থায়ী বসবাসকারীদের নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এক অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র,যাঁর সদস্যরা নিয়মিতভাবে সাংস্কৃতিক কাজকর্ম ও সমাজসেবার নানান কাজে নিজেদের ধারাবাহিকভাবে যুক্ত রেখে চলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৭০ জনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সমষ্টি উন্নয়ন আধিকারিক, চন্ডীপুর ব্লক এবং ভারপ্রাপ্ত আধিকারিক, চন্ডীপুর থানা -- উভয়কেই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আমন্ত্রিত প্রত্যেককেই  অন্যান্য উপহারের সঙ্গে সঙ্গে  চন্ডীপুর ব্লকের ঐতিহ্যময় লোকশিল্প, পটচিত্র শিল্প সমন্বিত একটি করে সুদৃশ্য মাস্ক উপহার দেওয়া হল।



 হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন সম্মাননীয় বিডিও, ওসি এবং এক করোনা-জয়ী,যাঁর চিকিৎসা হয়েছিল এই হাসপাতালেই। অবশেষে হাসপাতালে চিকিৎসারত সমস্ত করোনা আক্রান্ত  রোগীদের ফল বিতরণ করা হয়।

No comments