নিজস্ব প্রতিনিধি, তিনদিনের ট্রাক ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল হলদিয়া শিল্প শহরে। হলদিয়া শিল্পাঞ্চলের ৭০০-৮০০ ট্রাক চলাচল করে। হলদিয়ার বাইরের ভিন রাজ্য থেকেও হলদিয়াতে ট্রাক চলাচল করে। হলদিয়া সহ বাইরের ট্রাক মিলিয়ে দেড় হাজারের বেশ…
নিজস্ব প্রতিনিধি, তিনদিনের ট্রাক ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল হলদিয়া শিল্প শহরে। হলদিয়া শিল্পাঞ্চলের ৭০০-৮০০ ট্রাক চলাচল করে। হলদিয়ার বাইরের ভিন রাজ্য থেকেও হলদিয়াতে ট্রাক চলাচল করে। হলদিয়া সহ বাইরের ট্রাক মিলিয়ে দেড় হাজারের বেশি ট্রাক ধর্মঘটে নামায় আজ সকাল থেকে বিভিন্ন শিল্প সংস্থায় পণ্য পরিবহণ ব্যাহত। ভোজ্য তেল কারখানাগুলিতে সেভাবে লোডিং নিচ্ছে না ট্রাকগুলি। পেট্রকেম সহ অন্যান্য শিল্প সংস্থায় কিছু ট্রাক পণ্য বোঝাই করতে অস্বীকার করছে। তবে বন্দরে কোনও প্রভাব পড়েনি বলে দাবি কর্তৃপক্ষের। হলদিয়ার ট্রাক টার্মিনাস ছাড়াও ৪১ নম্বর জাতীয় সড়কের উপর বহু ট্রাক দাঁড়িয়ে রয়েছে। হলদিয়া কলকারখানায় গুলি ট্রাক ধর্মঘটের ফলে মিশ্র প্রভাব পরল।
No comments