নিজস্ব সংবাদদাতা, হলদিয়া বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে স্যান্ডহেডের এর কাছে একটি কন্টেইনার বোঝাই এম ভি এক্সপ্রেস গোদাবরি জাহাজে আগুন লাগে। জাহাজটিতে আগুন লাগার খবর আসে হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর কাছে। উপকূল রক্ষী বাহিনী সূত…
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া বন্দর থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে স্যান্ডহেডের এর কাছে একটি কন্টেইনার বোঝাই এম ভি এক্সপ্রেস গোদাবরি জাহাজে আগুন লাগে। জাহাজটিতে আগুন লাগার খবর আসে হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর কাছে। উপকূল রক্ষী বাহিনী সূত্রে খবর, ওই জাহাজটি মালয়েশিয়ার কে ল্যাং বন্দর থেকে কলকাতা বন্দরে আসছিল। জাহাজের কন্টেনারে রিচার্জেবল ব্যাটারি আছে। এদিন সকাল ন'টা নাগাদ জাহাজটির একটি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ার খবর আসে উপকূল রক্ষী বাহিনীর অফিসে। জাহাজের নাবিক এর তরফ থেকে উপকূল রক্ষী বাহিনীর কাছে সাহায্য চাওয়া হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হলদিয়া উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে অমৃত কাউর ও অমোঘ নামক দুটি জাহাজ পাঠানো হয়। এদিন বেলা ১২ টা নাগাদ দুটি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু দেখা যায় আগুন আরো ভয়াবহ আকার ধারণ করেছে। তখন পারাদ্বীপ থেকে ভরোদ ও বিজয়া নামক দুটি জাহাজ ঘটনাস্থলে আসে।
শেষমেষ চারটি জাহাজের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাহাজের নাবিক সহ ১৫ জন ক্রু মেম্বার সুরক্ষিত রয়েছেন বলে উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে। ব্যাটারির কন্টেনারগুলি অক্ষত রয়েছে। উপকূল রক্ষী বাহিনীর তৎপরতা জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন নাবিক ক্রু মেম্বাররা । উপকূল রক্ষী বাহিনীর কমান্ডার পশ্চিমবঙ্গ ডিআইজি সত্য রঞ্জন দাস বলেন, খবর পাওয়ার সাথে সাথে হলদিয়া থেকে দুটি জাহাজ উদ্ধারের জন্য রওনা হয়। পারাদ্বীপ থেকেও আরো দুটি জাহাজ আসে। চারটি জাহাজের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জাহাজে সবাই সুরক্ষিত আছেন।
No comments