Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়া বন্দরে অনলাইনে সমস্ত কাজ শুরু হলো করনা সংক্রমণ এড়াতে।

হলদিয়া করনা:- আক্রান্তের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছটি এলাকার সঙ্গে হলদিয়াকে হটস্পট জোন হিসাবে চিহ্নিত করার ইঙ্গিত দেওয়ার আরো সর্তকতা বাড়লো হলদিয়া বন্দরে।

 বৃহস্পতিবার থেকে বন্দরে চালু হল অনলাইন অফিস ক…

হলদিয়া করনা:- আক্রান্তের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ছটি এলাকার সঙ্গে হলদিয়াকে হটস্পট জোন হিসাবে চিহ্নিত করার ইঙ্গিত দেওয়ার আরো সর্তকতা বাড়লো হলদিয়া বন্দরে।

 বৃহস্পতিবার থেকে বন্দরে চালু হল অনলাইন অফিস কাস্টমস ক্লিয়ারিং সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অনলাইনে। জাহাজে এজেন্ট ও বিভিন্ন বিভাগের আধিকারিকরা দফায় দফায় মিটিং পরিচালনা করছেন প্রধান কার্যালয় জহরটাওয়ার সহ বন্দরের অন্যান্য অফিসগুলোতে বাইরের লোকজনের প্রবেশ এদিন থেকে কার্যত বন্ধ করা হয়েছে। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে ২৩ নম্বর বার্থে এক বেসরকারি সংস্থার কর্মী করনা ধরা পড়ার পর থেকেই সংক্রামণ এড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। করনা ভয় দূরে রেখে নূন্যতম শ্রমিক-কর্মচারী নিয়ে বন্দর সচল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।হলদিয়া বন্দর এর জেনারেল ম্যানেজার ট্রাফিক অভয় কুমার মহাপাত্র বলেন হলদিয়া বন্দর ইতিহাসে এই প্রথম মূল অফিস গুলো কারোর প্রবেশ বন্ধ করে পুরোপুরি অনলাইনে কাজ শুরু হলো। জেনারেল কার্গোবার্থে কাস্টমসের অফিসের প্রতিদিন সবচেয়ে বেশি ভীড় হত। সেই সেই ভিড় এড়াতে এদিন থেকে অনলাইনে ক্লিয়ারিং সিস্টেম চালু হয়েছে জাহাজে এজেন্টরা অফিসে বসে মেল করে আমাদের বিভাগীয় আধিকারিকদের কাছে যাবতীয় নথি পাঠিয়ে দিচ্ছেন এজেন্টের সঙ্গে বিভিন্ন অফিসে বসে থাকা বন্দরে আধিকারিকদের ভিডিও কনফারেন্সে মিটিং হচ্ছে। করনা সংক্রমণ মোকাবিলায় অনলাইনের মাধ্যমে ওয়ান উইন্ডো সিস্টেম আপাতত কাজ চলবে।

No comments