বংটাইম:- বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে সময়মতো নিয়োগ চুক্তি না করার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতি করে হলদিয়া বন্দরে বিক্ষোভ দেখাচ্ছেন ৮৩০জন ঠিকা শ্রমিক। এরা বন্দরের প্রশাসনিক কাজ, হাসপাতাল, সিকিউরিটির কাজের সঙ্গে যুক্ত। …
বংটাইম:- বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে সময়মতো নিয়োগ চুক্তি না করার অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে কর্ম বিরতি করে হলদিয়া বন্দরে বিক্ষোভ দেখাচ্ছেন ৮৩০জন ঠিকা শ্রমিক। এরা বন্দরের প্রশাসনিক কাজ, হাসপাতাল, সিকিউরিটির কাজের সঙ্গে যুক্ত। বিক্ষোভরত শ্রমিকদের হতে আইএনটিটিইউসিড পতাকা রয়েছে। এর ফলে অচলাবস্থা তৈরি হয়েছে বন্দরে। শ্রমিকদের ঠেকাতে সিআইএসএফ নামিয়েছে বন্দর। পুলিস টহল দিচ্ছে বন্দর আবাসনে। সংগঠনের নেতা শ্যামল আদক বলেন, সাড়ে ৭মাস আগে বন্দরের ঠিকাদারদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তারপর বন্দর চুক্তি না করায় শ্রমিকরা গেট পাশ ছাড়া কাজে যেতে পারছেন না। বন্দরকে একাধিক বার জানিয়ে লাভ হয়নি। তারা অযথা গাফিলতি করছে। বন্দর এই অভিযোগ অস্বীকার করছে।
No comments