Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

হলদিয়া জি আর পি এস এর পরিচালনায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবর

পূর্বমেদিনীপুর জেলাতে হলদিয়াতে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় নোভেল করোনা ভাইরাস
(কোভিড-১৯) মোকাবিলা করার জন্য রক্তের চাহিদা মেটাতে হলদিয়া জি আর পি এস এর উদ্যোগে  অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
 উক্ত কর্মসূচী পালনে আদেশ দেন খড়গপুর  এ…

পূর্বমেদিনীপুর জেলাতে হলদিয়াতে পশ্চিমবঙ্গ পুলিশের সহযোগিতায় নোভেল করোনা ভাইরাস
(কোভিড-১৯) মোকাবিলা করার জন্য রক্তের চাহিদা মেটাতে হলদিয়া জি আর পি এস এর উদ্যোগে  অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।
 উক্ত কর্মসূচী পালনে আদেশ দেন খড়গপুর  এস. আর.পি শ্রী আওদেশ পাঠক (আই.পি.এস)। মূল উদ্যোক্তা হচ্ছে ডি.এস.আর.পি খড়গপুর তারকেশ্বর ওঝা।
তারকেশ্বর ওঝা বলেন রক্তের অভাবে এই করোনা ভাইরাসের সংক্রমণ এর ফলে গোটা বিশ্ব জুড়ে মহামারির আকার ধারণ করেছে এই সময় অনেক মুমূর্ষরোগীর মৃত্যু হয়।
তাই আমি আহ্বান জানাই সমাজে সবাই যেন এই মহৎ কাজে সামিল হন।
রক্তদান হলো একটি মহৎ দান। পুরো অনুষ্ঠান টি পরিচালনা করেন হলদিয়া জি আর পি এস এর বড়বাবু হরি বাহাদুর শেরপা।হরি বাহাদুর শেরপা বলেন আমরা এবছর করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে মোকাবিলা করতে রক্তের চাহিদা মেটাতে এই সময় খড়গপুর এস. আর.পির আদেশে হলদিয়া জি আর পি এস পরিচালনায় রক্তদান শিবির করলাম।
উক্ত রক্তদান শিবিরে রক্ত নেওয়ার জন্য সহযোগিতা করেন হলদিয়া মহকুমা হাসপাতাল। উক্ত রক্তদান শিবিরে রক্তদান করেন হলদিয়া জি আর এস কর্মিগণ সব মিলে প্রায় ৫০ জনের মতো কর্মি রক্ত দেন।হলদিয়া জি আর পি এস এর বড়বাবু হরি বাহাদুর শেরপা তিনি এই রক্ত শিবিরে যারা অংশ গ্রহণ করেছেন তাদের সবাইকে অসংখ্য  ধন্যবাদ জানান।

No comments