বংটাইম;- শারদীয়া উৎসব এর আনন্দ আমাদের একার নয় এই উৎসব মহামিলনের । উৎসবের আনন্দ থেকে বঞ্চিত যারা তাদের মুখে একটু হাসির ঝলক দেখতে চলো পাল্টাই পরিবার পৌঁছে গিয়েছিল ঝাড়গ্রাম শহরের খুব কাছের একটি ছোট্ট গ্রাম কাঁটাবাড়ি তে । গত এক …
বংটাইম;- শারদীয়া উৎসব এর আনন্দ আমাদের একার নয় এই উৎসব মহামিলনের । উৎসবের আনন্দ থেকে বঞ্চিত যারা তাদের মুখে একটু হাসির ঝলক দেখতে চলো পাল্টাই পরিবার পৌঁছে গিয়েছিল ঝাড়গ্রাম শহরের খুব কাছের একটি ছোট্ট গ্রাম কাঁটাবাড়ি তে । গত এক বছর ধরে নানান সময়ে নানা রকম অঙ্গীকার নিয়ে এই গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা চলো পাল্টাই।
লোধা সম্প্রদায়ের এই অসহায় মানুষগুলোর পাশে এই সংগঠন দাঁড়িয়েছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। কখন শীতের পোশাক, কখন পুরোনো পোশাক, কখন নতুন পোশাক, তবে পোশাক দেওয়া কিন্তু মূল উদ্দেশ্য নয়... উদ্দেশ্য এই মানুষ গুলোর মনে জায়গা করে নেওয়া আর তার সাথে এই পরিবারের ছোটো ছোটো বাচ্চাদের স্কুল মুখি করে তোলা।
সংগঠনের সহ-সম্পাদক ছন্দক দাস বলেন গত বছরের মতই আমরা এবছরও দু মাসের বাচ্চা থেকে শুরু করে বিরানব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সকলের জন্য নতুন পোশাক, কেক, বিস্কুট, চকলেট প্রভৃতি আনা হয়েছে। সংগঠনের তরফে সোনিয়া বলেন - এই কর্মসূচী কে বাস্তবায়িত করার জন্যে আমরা facebook এ পোষ্ট করি আর সেই পোষ্ট দেখে প্রচুর মানুষ সহযোগিতা করতে এগিয়ে আসেন সেই সাথে কয়েক জন আজ আমাদের সাথে উপস্থিত থেকে নিজেরাই এই কাজে হাত লাগান।
প্রতি বছরের মতো এ বছর আবার নতুন পোশাক পেয়ে ভীষণ খুশি কাঁটাবাড়ির এই পঞ্চাশ টি পরিবার।
সংস্থার পক্ষ থেকে খেলা ধুলার জন্যে একটি ফুট বল তুলে দেওয়া হয় তাদের হাতে...
No comments