বংটাইমস নিউজ;-শিক্ষক দিবসে স্মার্ট ক্লাস উপহার পেল হলদিয়ার মূক বধিরদের স্কুল শ্রুতি। জেলা প্রশাসন দেড় লাখ টাকা ব্যয়ে এই ক্লাস গড়ে দিল। এর ফলে পড়ুয়াদের এক সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানো, ছবি আঁকা শেখানোর ক্ষেত্রে সুবিধা হবে। একটি ডি…
বংটাইমস নিউজ;-শিক্ষক দিবসে স্মার্ট ক্লাস উপহার পেল হলদিয়ার মূক বধিরদের স্কুল শ্রুতি। জেলা প্রশাসন দেড় লাখ টাকা ব্যয়ে এই ক্লাস গড়ে দিল। এর ফলে পড়ুয়াদের এক সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজ পড়ানো, ছবি আঁকা শেখানোর ক্ষেত্রে সুবিধা হবে। একটি ডিজিটাল বইয়ের মাধ্যমেই শেখানো যাবে। স্মার্ট ক্লাসে শিক্ষক দিবসে ছাত্ররা আঁকল রাধাকৃষ্ণণের ছবি। দারুণ খুশি তারা।


No comments