বংটাইমস নিউজ;- শিক্ষক দিবসের আগে লিনোপ্রিন্টে শিক্ষকের ছবি এঁকে জাপান থেকে সোনার পদক পেল হলদিয়ার অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়া মৌলিক মান্না। জাপানে আয়োজিত ৪৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন্স আর্ট এক্সিবিশন ২০১৯’র প্রতিযোগিতায় মৌলিক সে…
বংটাইমস নিউজ;- শিক্ষক দিবসের আগে লিনোপ্রিন্টে শিক্ষকের ছবি এঁকে জাপান থেকে সোনার পদক পেল হলদিয়ার অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়া মৌলিক মান্না। জাপানে আয়োজিত ৪৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন্স আর্ট এক্সিবিশন ২০১৯’র প্রতিযোগিতায় মৌলিক সোনা পেয়েছে। জাপানের ‘ফাউন্ডেশান ফর আর্ট এডুকেশান’ নামে একটি সংস্থা এই প্রতিযোগিতার আয়োজন করে। সারা পৃথিবীর স্কুল পড়ুয়ারা এই এক্সিবিশনে ছবি পাঠায়। সেখানে কঠিন বাছাই পর্বের পর মেলে পুরস্কার। মৌলিক হলদিয়ার একটি নামী বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র। আগস্টের শেষ সপ্তাহে ক্যুরিয়রের মাধ্যমে তার পুরস্কারের শংসাপত্র, সোনার চেন সহ পদক জাপান থেকে হলদিয়ার টাউনশিপে বাড়ির ঠিকানায় এসে পৌঁচেছে।
মৌলিকের পদকপ্রাপ্তির খবরে স্কুলে খুশির হাওয়া। স্কুলের প্রিন্সিপ্যাল তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার স্কুলের আঁকার শিক্ষক অমলেন্দু দে বলেন, মৌলিক লিনোপ্রিন্টে ছবি এঁকেছিল। সাদা ও কালো রঙের ছবি। হলুদ চার্ট পেপারের ওপর তার ছাপ নেওয়া হয়েছে। গত বছর নভেম্বর মাসে এই ছবি প্রতিযোগিতায় পাঠানো হয়েছিল। শিক্ষক দিবসের ঠিক আগে শিক্ষকের ছবি এঁকে পুরস্কার পাওয়ার ঘটনা সত্যিই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে নিজেদের শিল্পকর্ম সৃষ্টির ক্ষেত্রে নিজেরাই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। স্কুলের পাঠ্যক্রমে সেই সুযোগ রাখতে হবে। শিশুর অনুভূতি, কল্পনাশক্তি ও পর্যবেক্ষণের ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ানোর অভ্যেস ছোট থেকেই করতে হবে। ছাত্রের সোনার পদক প্রাপ্তিতে দারুণ খুশি অমলেন্দেুবাবু।


No comments