Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

স্কুলের নবম শ্রেণির ছাত্রী অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটায়।

বংটাইমস নিউজ;- স্কুলের নবম শ্রেণির ছাত্রী অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটায়।  সুতাহাটা থানার তাজপুরের এই বাসিন্দা  লাবণ্যপ্রভা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগেই ওই নাবা…


বংটাইমস নিউজ;- স্কুলের নবম শ্রেণির ছাত্রী অস্বাভাবিক মৃত্যু কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সুতাহাটায়।  সুতাহাটা থানার তাজপুরের এই বাসিন্দা  লাবণ্যপ্রভা হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে খবর, মাসখানেক আগেই ওই নাবালিকা মহিষাদলের লক্ষ্যা গ্রামের বাসিন্দা জনৈক শেখ হাসানুর (১৮) বলে এক যুবকের সাথে পালিয়ে ব্যাঙ্গালোর চলে যায়। সেখানেই স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করত তারা। মঙ্গলবার দুপুরে  হঠাৎই শেখ হাসানুর  নামের  এই যুবক ওই নাবালিকার মৃতদেহ নিয়ে হাজির হয় সুতাহাটা থানায়।
তার দাবী, গত ৬ সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে একটি বাইক দুর্ঘটনা ঘটে। সেখানে গুরুতর আহত হয় ওই নাবালিকার। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে কটক নিয়ে আসা  হচ্ছিল । কটক নিয়ে আসার  পথেই মৃত্যু হয় ওই নাবালিকার। সেই অবস্থাতেই ওই যুবক নাবালিকার মৃতদেহ নিয়ে চলে আসে সুতাহাটাতে। কিন্তু যুবকের এই দাবি মানতে নারাজ নাবালিকার পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। নাবালিকার এই মৃত্যু কখনই স্বাভাবিক নয়। পুলিশের কাছে ওই যুবককে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তাঁরা।শেখ  হাসানুর নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকার মৃতদেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
 নাবালিকার বাবা শেখ মামুদ আলী জানান,' যখন মেয়ে পালিয়ে গিয়েছিল  তখন কিছু জানতে পারেনি। পরেরদিন আত্মীয়-স্বজনের কাছ থেকে জানতে পারি শেখ হাসানুর বলে আমাদের এক  আত্মীয়র সাথে সে পালিয়ে যায়। আত্মীয়দের অনুরোধে তখন থানায় কোনো অভিযোগ দায়ের করিনি। মঙ্গলবার যখন জানতে পারি যে মেয়ে মারা গেছে, তখন থানায় অভিযোগ দায়ের করি যে আমার মেয়েকে অপহরণ করা হয়েছিল  ও মৃত্যুর সঠিক কারণ তদন্ত করে দেখা হোক।'নাবালিকার বাবা  শেখ হাসানুর  সহ আরো ৫ জনের  নামে অভিযোগ  দায়ের করে । আজ শেখ হাসানুরকে  হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালতের বিচারক।

No comments