বংটাইমস নিউজ, তমলুক : বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কুলবেরিয়া গ্ৰামে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল প্রিয়াঙ্কা কান্ডারী সরকার নামের মহিলার মৃতদেহ। জানা গেছে, মৃত মহিলা পেশায় আইনজীবী । কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে তমলুকে চলে …
বংটাইমস নিউজ, তমলুক : বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার কুলবেরিয়া গ্ৰামে বাড়ির ভেতর থেকে উদ্ধার হল প্রিয়াঙ্কা কান্ডারী সরকার নামের মহিলার মৃতদেহ। জানা গেছে, মৃত মহিলা পেশায় আইনজীবী । কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে তমলুকে চলে আসেন । এবং এখানে এসে বেশ কয়েক বছর ধরে স্বামী বিমান সরকারের সঙ্গে তমলুকের একটি বাড়া বাড়িতে ভাড়া থাকতেন। কিন্তু হঠাৎই কয়েকদিন ধরে চলে পরিবারে অশান্তি তার পরেই এই মার্মান্তিক ঘটনা । বাড়ির মধ্য থেকে উদ্ধার হল প্রিয়াঙ্কা দেবীর মৃতদেহ। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । স্বামী বিমান সরকার'কে আটক করেছে পুলিশ।


No comments