বংটাইমস নিউজ;- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলকে পাকড়াও করল সুতাহাটা থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সুতাহাটা থানার কুকড়াহাটির একটি ইঁটভাঁটায় এই ছয় দুষ্কৃতী জড়ো হয়েছিল। একটি ডাকাত দল এলাকায় গৃহস্থ বাড়িতে ডাকাত…
বংটাইমস নিউজ;- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাত দলকে পাকড়াও করল সুতাহাটা থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে সুতাহাটা থানার কুকড়াহাটির একটি ইঁটভাঁটায় এই ছয় দুষ্কৃতী জড়ো হয়েছিল। একটি ডাকাত দল এলাকায় গৃহস্থ বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করছে বলে আগেই খবর পেয়েছিল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সুতাহাটা থানার ওসি চন্দ্রকান্ত শাসমলের নেতৃত্বে অভিযান চালানো হয়। একটি বিশাল পুলিশবাহিনী ওই ইঁটভাঁটাকে ঘিরে ফেলে। দীর্ঘক্ষন লুকোচুরি খেলার পর অবশেষে পুলিসের জালে ধরা পড়ে ছয় দুষ্কৃতী। তাদের কাছ থেকে দুটি তরবারি, দুটি ভোজালি, দুটি লোহার রড উদ্ধার হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই এলাকার একাধিক বাড়িতে এই ডাকাতদলের ডাকাতি করার পরিকল্পনা ছিল। ধৃতরা বেশীরভাগ ই সুতাহাটা থানার বাসুলিয়া এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে একটি নাম্বার প্লেট বিহীন মারুতি গাড়িও উদ্ধার করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা।স্থানীয় বাসিন্দা বলেন পুলিশের এই ভুমিকা সত্যিই প্রশংসনীয় । এইভাবে পুলিশ ওই ডাকাত দলকে হাতেনাতে পাকড়াও না করলে আরো বড় কোন বিপদ ঘটতে পারত।'হলদিয়ার এসডিপিও তন্ময় মুখার্জি বলেন, 'এদের পেছনে আরো কোন বড় চক্র জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।'ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন হলদিয়া মহকুমা আদালতের বিচারক।


No comments