বংটাইমস নিউজ;- সমগ্র শিক্ষা মিশন, পূর্ব মেদিনীপুর, এর ব্যবস্থাপনায় তমলুক সুবর্ণজয়ন্তী ভবনে জেলা পর্যায়ে রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ 24 শে সেপ্টেম্বর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছাত্রী এই প্রতিযো…
বংটাইমস নিউজ;- সমগ্র শিক্ষা মিশন, পূর্ব মেদিনীপুর, এর ব্যবস্থাপনায় তমলুক সুবর্ণজয়ন্তী ভবনে জেলা পর্যায়ে রোল প্লে প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ 24 শে সেপ্টেম্বর। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিল। এই প্রযতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন। এই বিদ্যালয় রাজ্য পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবে। দ্বিতীয় ও তৃতীয় স্নান অধিকার করে যথাক্রমে মহিষাদল গয়েশ্বরী বালিকা বিদ্যালয় ও হাতিবেড়িয়া অরুণচন্দ্র হাই স্কুল। আগামী 30শে সেপ্টেম্বর বলাকা মঞ্চে পুরস্কার প্রদান করবেন মাননীয় পরিবহন এবং জল সম্পদ ও সেচ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কলকাতা তে 22 শে অক্টোবর
No comments