Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

৬৫ তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় এবার জাতীয় স্তরে পূর্ব মেদিনীপুর জেলার চারজন প্রতিযোগীরর খেলার সুযোগ

বংটাইমস নিউজ;-  গত ২২ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিলো ৬৫ তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগীতা। মঙ্গলবার ছিলো শেষদিন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিলো কলকাতার লালকুঠিতে। ২২ তারিখ খেলার শুভ সূচনা করেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার…



বংটাইমস নিউজ;-  গত ২২ শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিলো ৬৫ তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগীতা। মঙ্গলবার ছিলো শেষদিন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিলো কলকাতার লালকুঠিতে। ২২ তারিখ খেলার শুভ সূচনা করেন স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা ঘোষ ও ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি সহ বিশিষ্টরা।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন সাংসদ তথা ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। ছিলেন মন্ত্রী সুজিত বসু ও  জেলা ও রাজ্য ক্রীড়া সংস্থার কর্তা ব্যক্তিরা।

অনুর্ধ ১৪, ১৭ ও ১৯  মোট তিনটি গ্রুপে ১৫৭ জন মেয়ে ও ২৬৫ জন ছেলে প্রতিযোগী নিয়ে প্রায় ৯১টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছিল। পূর্ব মেদিনীপুর জেলা ২৮ জনের  দল থেকে মধ্যে মোট ১২ টি পদক পেল।
 উল্লেখযোগ্য এবারই কোলাঘাট পাইকপাড়ি জুনিয়র হাই স্কুলের মেয়ে ষষ্ঠ শ্রেণীর অনন্যা জানা প্রথমবার অংশগ্রহণ করে অনুর্ধ ১৪ বৎসর গ্রুপে ২০০ মিটার বাটারফ্লাই তে দ্বিতীয়, ৫০ মিটার বাটারফ্লাই তে তৃতীয় ও ১০০ মিটার বাটারফ্লাই তে দ্বিতীয় স্থান অধিকার করে।
এছাড়া অনুর্ধ ১৭ বৎসর গ্রুপে কোলা ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী সীমা মান্না ৪০০ মিটার ফ্রি-স্টাইলে তৃতীয়, ২০০ মিটার ফ্রি স্টাইলে দ্বিতীয় ও স্বর্ণালী ভূঁইয়া ৪০০ মিটার আই.এম. তে তৃতীয় হয়েছে।
অনুর্ধ ১৯ বৎসর গ্রুপে কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর দুই ছাত্র  শ্রীদীপ মন্ডল ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এ প্রথম, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এ দ্বিতীয়, ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে প্রথম এবং মিত্রজীত বোস  ৪০০ মিটার আই.এম. এতে তৃতীয়, ২০০ মিটার এই.এম. তে তৃতীয়, ১০০ মিটার বাটারফ্লাই তে দ্বিতীয় হয়েছে।

আজ ছিল শেষ দিন। শেষ দিনেও ৫টি পদক এসেছে। মোট পদক সংখ্যা ১২। পূর্ব মেদিনীপুর জেলার ম্যানেজার তথা কোলা ইউনিয়ন বিদ্যালয়ের সহ শিক্ষক সুজন বেরা জানান এদের মধ্যে অনুর্ধ ১৯ শ্রীদীপ মন্ডল ও মিত্রজীত বোস, অনুর্ধ ১৭ সীমা মান্না ও অনুর্ধ ১৪ অনন্যা জানা জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে। কোচ দিলীপ দাস ও সহকারী সমীর দাস সকলের ফলাফলে খুশি হলেও জানান আরো ভালো ফলাফল হতে পারতো। ভালো করে খাটলে জাতীয় স্তরেও সাফল্য আসবে বলে তাঁরা মনে করছেন।

No comments