বংটাইমস নিউজ;- আজকে হলদিয়া MCCI ( marchent chember of comerce Industry ) উদ্দোগে বিশেষ অনুষ্ঠান হয়ে গেল হলদিয়া স্টার হোটেলে। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিসাল ঝাজিরিয়া, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ,হলদিয়া পৌরসভার পৌরপ্র…
বংটাইমস নিউজ;- আজকে হলদিয়া MCCI ( marchent chember of comerce Industry ) উদ্দোগে বিশেষ অনুষ্ঠান হয়ে গেল হলদিয়া স্টার হোটেলে। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিসাল ঝাজিরিয়া, তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ,হলদিয়া পৌরসভার পৌরপ্রধান শ্রী শ্যামল কুমার আদক মহাশয় সহ অনেক কারখানার কতৃপক্ষ, বিশিষ্ট ব্যাক্তিগন৷ হলদিয়াতে শিল্পপতিদের অনেক বিনিয়োগ , গ্রোথ কেমন বিষয় নিয়ে আলোচনা।
সাংবাদিকদের মুখোমুখি তমলুক লোকসভার তৃনমুল কংগ্রেসের সাংসদ
মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয় বলেন হলদিয়াতে অনেক বিনিয়োগ হয়েছে, আরো বিনিয়োগ হবে। এখানে কোন মেনডেজ লস হয় না। শিল্পপতিরা নুতন প্রকল্পের জন্য জমি চাইলে সহজে জমি পাওয়া যায়। বিদ্যুতের অভাব নেই। কেন্দ্র সরকারের কিছু খারাপ নিতির জন্য জিডিপি নিম্নমুখী।
,হলদিয়া পৌরসভার পৌরপ্রধান শ্রী শ্যামল কুমার আদক বলেন, হলদিয়ায় ভাল পরিকাঠামো রয়েছে। উপযুক্ত জল ,দুষন মুক্ত বাতাস রয়েছে। আসুন ইনভেস্ট করুন।




No comments