বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ভোলসারা দ্বারিকানাথ হাইস্কুলে দরজার থালা ভেঙে বেশ কিছু নথি পত্র চুরি যাওয়াকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযেগ উঠে আসছে স্কুলের প্রক্তন T.I.C শুভঙ্কর দাস স্কুলের দায়িত্বে থাকার সময় স্ক…
বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ভোলসারা দ্বারিকানাথ হাইস্কুলে দরজার থালা ভেঙে বেশ কিছু নথি পত্র চুরি যাওয়াকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযেগ উঠে আসছে স্কুলের প্রক্তন T.I.C শুভঙ্কর দাস স্কুলের দায়িত্বে থাকার সময় স্কুলে একাধিক দূর্নিতী হয়েছে। তার মধ্যে অন্যতম স্কুলের ভোকেশানাল ছাত্র ছাত্রী দের স্কুলের ড্রেস দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়,কিন্তু ঐ ছাত্র ছাত্রীর পোশাক আজ ও পাইনি, পাশাপাশি মিড ডে মিলের চাল ও চুরির অভিযোগ উঠে আসছে।এই নিয়ে ছাত্র ছাত্রী সহ অভিভাবকরা মহিষাদলের বিডিও র কাছে লিখিত অভিযোগ করে শুভঙ্কর দাসের নামে।
কয়েক মাস আগে শুভঙ্কর দাস অবসর গ্রহন করে, ওনার জায়গায় প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন জয়দেব মেট্যা।
নতুন প্রধান শিক্ষক নিযুক্ত হওয়ার পরে দূর্নিতী যাতে প্রকাশ্যে না আসে তার জন্য পরিকল্পনা করে এই চুরি করানো হয়েছে। প্রধান শিক্ষক জানালেন তিনি সবে নতুন দায়িত্ব গ্রহন করেছেন, এই ব্যাপারে তিনি কিছু জানেননা।
পাশাপাশি শুভঙ্কর দাসে র সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি যখন ভালো কাজ করি তখন কিছুই হয়না, এখন এই ধরনের অভিযোগ উঠছে কি করে? এ ব্যাপারে প্রধান শিক্ষক যা বলার বলবেন।
No comments