বংটাইমস নিউজ;- হলদিয়া হাসপাতালে জটিল অপারেশান কোরে দক্ষতার স্বাথে অষ্টমশ্রেনির ছাত্রী ৫ কিলো টিউমার বের করল।এই সব অপারেশানে প্রাণ সংশয়ের আশকা থেকে থাকে।এখন ঐই অষ্টম শ্রেনির ছাত্রী অপারেশানের পর সুস্থ রয়েছে।হলদিয়া হাসপাতালে দক্ষ চ…
বংটাইমস নিউজ;- হলদিয়া হাসপাতালে জটিল অপারেশান কোরে দক্ষতার স্বাথে অষ্টমশ্রেনির ছাত্রী ৫ কিলো টিউমার বের করল।এই সব অপারেশানে প্রাণ সংশয়ের আশকা থেকে থাকে।এখন ঐই অষ্টম শ্রেনির ছাত্রী অপারেশানের পর সুস্থ রয়েছে।হলদিয়া হাসপাতালে দক্ষ চিকিৎসক প্রনব দাসের নেতৃত্বে সমবার দুপুরে অপারেশান হয়েছে।অ্যানাস্থেসিষ্টি অমিতাভ নন্দিকে নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজ করেছেন।এই পরিবার খুবই গরিব।বিমা
খরচে এই অপারেশান হাসপাতসলে হয়েছে।চিকিৎসক প্রনব দাস বলেন মাসখানেক আগে ওই ছাত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে আসে।পেট অসাভাবিক রকম ফুলে থাকায় কিশরির আলট্রাসোনোগ্রাফিক করে ওভারিয়ান টিউমার ধরা পড়ে।সুপারে সহযোগিতায় এই কাজ করতে পেরেছি আমরা।ওই পরিবারে বাইরে কোনো অপারেসানের সমস্থন ছিল
না।কলকাতায় সরকারি হাসপাতালে ওই অপারেশান করতে গেলে অনেক সময় লাগত।সেজন্য হলদিয়া সাহস নিয়ে একাজ করেছি।হাসপাতালের সুপার সুমনা দাসগুপ্ত বলেন চিকিৎসকদের এই সাফলে খুশি,মহকুমার সরকারি হাসপাতালের পরিকাঠামোয় এটি খুব সাহসীর কাজ।
No comments