মহিষাদল: শ্রমিকদের একাধিক দাবিদাওয়া নিয়ে পাবলিক হেল্ট ইঞ্জিনিয়ারিঙ ডিপার্টমেন্ট প্রোজেক্টর গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃক অনুমোদিত দুটি এজেন্সি মহিষাদলের গেঁওখালীতে জলপ্রকল্পের কা…
মহিষাদল: শ্রমিকদের একাধিক দাবিদাওয়া নিয়ে পাবলিক হেল্ট ইঞ্জিনিয়ারিঙ ডিপার্টমেন্ট প্রোজেক্টর গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হলেন শ্রমিকরা। হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃক অনুমোদিত দুটি এজেন্সি মহিষাদলের গেঁওখালীতে জলপ্রকল্পের কাজ করে।গত ২০১৪ সালের ১ লা জানুয়ারি নতুন একটি প্রোজেক্ট চালু হয়। সেই
প্রোজেক্টর শ্রমিকদের একাধিক দাবিদাওয়া রয়েছে যার মধ্যে রয়েছে, বেতন বৃদ্ধি, জুতা, পোষাক, বর্ষাদি, পরিচয় পত্র সহ অন্যন্য বেশ কয়েকটি দাবিদাওয়া নিয়ে শুক্রবার সকাল থেকে প্রোজেক্টর ৬১ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিক তৃণমূলের দলিয় পতাকা নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়। প্রোজেক্টর কাজ বন্ধ করে এই ধরনের বিক্ষোভে সামিল হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহিষাদল থানার পুলিশ।হলদিয়া শিল্পকারখানা ও হলদিয়া পৌরসভা এই জলের উপর নিরভরশিল।তাই সমসার মুখে পড়তে হয় হলদিয়া শহর ও কারখানাগুলিকে।চার ঘন্টার পর কত্তৃপক্ষ পুনঃবিবেচনার আশাস দিলে শ্রমকরা বিক্ষপ তোলে নেয়। বিক্ষোভকারি মেঘানাথ মিদ্যা, অনুপধর সেনী,তপন সিং, বিকাশ জানারা জানান, আমরা ৮ দফা দাবি সংক্রান্ত একটি চিঠি এজেন্সি ও হলদিয়া উন্নয়ন পর্ষদের নিকট
পাঠিয়েছি। আমাদের দাবিগুলি পুরন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদিও এজেন্সির দায়িত্বে থাকা আধিকারিকরা এই বিষয়ে কিছু বলতে চাননি। মহিষাদল ব্লক তৃণমূলের সভাপতি তিলক চক্রবর্তী জানান, শ্রমিকরা তাদের দাবিদাওয়া গুলি জানিয়েছিলো। সেই মতো নতুন করে চুক্তিপত্র তৈরি করা হচ্ছে। তার আগে এইভাবে অবস্থান বিক্ষোভ করা ঠিক নয়। তাছাড়া তৃণমূল এই আন্দোলনের সাথে যুক্ত নয়। কেনো শ্রমিকরা তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলনে শামিল হলো তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করা হবে। শ্রমিক, এজেন্সি ও প্রশাসনের বৈঠকের মধ্যদিয়ে দ্রুত সমস্যা সমাধান করা হবে।।




No comments