বংটাইমস নিউজ;- হলদিয়া ব্লকে জল ধরো জল ভরো প্রকল্পে মৎস্যজীবীকে চারা পোনা বিতরন করা হয়।প্রায় ২৫ জন মৎস্যজীবীকে ১৫ কিলো করে প্রায় চার কুইন্টাল চারাপোনা বিতরণ করা হয়।এই কর্মসূচির সূচনা করেন জেলার মৎস্যকর্মধ্যক্ষ আনন্দময় অধিকারি,এছাড়…
বংটাইমস নিউজ;- হলদিয়া ব্লকে জল ধরো জল ভরো প্রকল্পে মৎস্যজীবীকে চারা পোনা বিতরন করা হয়।প্রায় ২৫ জন মৎস্যজীবীকে ১৫ কিলো করে প্রায় চার কুইন্টাল চারাপোনা বিতরণ করা হয়।এই কর্মসূচির সূচনা করেন জেলার মৎস্যকর্মধ্যক্ষ আনন্দময় অধিকারি,এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা,সহসভাপতি সেক সাইফুল ইসলাম,ব্লকে মৎস্যকর্মধ্যক্ষ গোকুল মাঝী, মৎস্য আধিকারিক সুমন সাহু প্রমুখ।সুমন বাবু বলেন, এবছর চারবার ধরে ব্লক এলাকায় ১৬০ জনকে মোট আড়াই টন চারা মাছ বিলি করা হয়।একই সঙ্গে তিন টনের বেশি চুন দেওয়া হয়েছে বিনামূল্যে।একশো দিনে যাদের পুকুর খনন করা হয়েছিল তাদেরই সরকার থেকে বিনামূল্যে মাছ দেওয়া হয়েছে।


No comments