Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

নন্দীগ্রাম এর দু'নম্বর চুরি করে চোর ঘুমিয়ে পড়ায়

বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দু'নম্বর  শীতলা মায়ের মন্দিরের গভীর রাত্রি তে চুরি করতে এসে  চুরি করার পর মন্দির এ ঘুমিয়ে পড়ে সকাল হতে সেই চোর কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা ।

চোরকে দড়ি দিয়ে বেঁধে রাখে…


বংটাইমস নিউজ;- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দু'নম্বর  শীতলা মায়ের মন্দিরের গভীর রাত্রি তে চুরি করতে এসে  চুরি করার পর মন্দির এ ঘুমিয়ে পড়ে সকাল হতে সেই চোর কে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসীরা ।

চোরকে দড়ি দিয়ে বেঁধে রাখে গ্রামবাসীরা ।নন্দীগ্রাম থানায় খবর দেওয়া হয়েছে।

গ্রামবাসীরা আরো অভিযোগ  ওই পাড়ায় মদের দোকান আছে সেই দোকানে এসে মদ খায় এবং এসব কাজে যুক্ত হয় । চোরের নাম প্রদীপ জানা বাড়ি পাশের গ্রাম তালুক বৃন্দাবানপুর।

No comments