বংটাইমস নিউজ;- বাড়ির কাজের অবসরে বা পড়াশোনায় ফাঁকে নিজেদের শখগুলিকে আয়ের পথ হিসাবে বেছে নিয়েছেন দেবলীনা মাইতি, সুস্মিতা বেরা, শুভশ্রী মাইতি, সুমিতা ঘোষ, সোমা কুন্ডু মাইতির মতো অনেকেই। বুটিক হাটে সবার নজর কেড়েছে শুভশ্রী মাইতির নকশ…
বংটাইমস নিউজ;- বাড়ির কাজের অবসরে বা পড়াশোনায় ফাঁকে নিজেদের শখগুলিকে আয়ের পথ হিসাবে বেছে নিয়েছেন দেবলীনা মাইতি, সুস্মিতা বেরা, শুভশ্রী মাইতি, সুমিতা ঘোষ, সোমা কুন্ডু মাইতির মতো অনেকেই। বুটিক হাটে সবার নজর কেড়েছে শুভশ্রী মাইতির নকশি কাঁথা ও কাঁথা স্টিচের শাড়ি। নকশি কাঁথার দাম ২০০০ টাকা।
অনলাইনে আসছে অর্ডার, বিলেত ও আমেরিকা যাচ্ছে সুতাহাটার গৃহবধূর তৈরি নকশি কাঁথা, কাঁথা স্টিচের শাড়ি।
আবার কেউ নিজের হাতেই তৈরি করছে অসাধারণ পারফিউম। পুজোকে সামনে রেখে কেউ কাপড়ে পান্ঞাবি কুর্তায়
তুলির ছোঁয়ার ফুটিয়ে তুলছেন দুর্গার সংসার। কারও আবার রান্নার করা ও শেখানোর শখ। এই সব নিয়েই সুতাহাটার গ্রামে কলেজ পড়ুয়া বা সদ্য কলেজ পাশ করা বা গৃহবধূরা নিজেরাই আয়োজন করলেন বুটিক হাট।
পূর্ব মেদিনীপুর ছাড়াও বিভিন্ন জেলার সোশ্যাল মিডিয়ার মহিলা বন্ধুরা মিলে এই আয়োজন করেছে চৈতন্যপুরে।






No comments