Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

প্রতিশ্রুতি দিয়েও গবেষক পড়ুয়াদের সময়মতো স্কলারশিপের টাকা দেয়নি, বিশ্বভারতীর বিরুদ্ধে এই অভিযোগ এনে ঘেরাও বিক্ষোভ

বংটাইমস নিউজ;- প্রতিশ্রুতি দিয়েও গবেষক পড়ুয়াদের সময়মতো স্কলারশিপের টাকা দেয়নি, বিশ্বভারতীর বিরুদ্ধে এই অভিযোগ এনে ঘেরাও বিক্ষোভ বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের মূল প্রবেশ পথের সামনে ব্যানার পোস্টার নিয়ে । দীর্ঘদিন টালবাহানা চলছে …


বংটাইমস নিউজ;- প্রতিশ্রুতি দিয়েও গবেষক পড়ুয়াদের সময়মতো স্কলারশিপের টাকা দেয়নি, বিশ্বভারতীর বিরুদ্ধে এই অভিযোগ এনে ঘেরাও বিক্ষোভ বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের মূল প্রবেশ পথের সামনে ব্যানার পোস্টার নিয়ে । দীর্ঘদিন টালবাহানা চলছে বিশ্বভারতী কর্তৃপক্ষের নন নেট ফেলোশিপ নিয়ে । একবছর হয়ে গেলেও ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া  গবেষকরা কোনো ফেলোশিপের টাকা এখনও পায়নি। এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার গবেষকদের আলোচনা হয়। কিন্তু বার বার প্রতিশ্রুতি দেওয়া হলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অন্যদিকে ২০১৯ শিক্ষাবর্ষে গবেষকদের ভর্তি প্রক্রিয়া হয়েছে গতকাল। সেখানে গবেষকদের এই মর্মে লিখিত নেওয়া হয়েছে যে তারা কোনরকম নননেট ফেলোশিপের আবেদন রাখতে পারবেনা বলে অভিযোগ। উপরন্তু ইউজিসি এখনও নননেট ফেলোশিপ চালু রেখেছে সমস্ত ইউনিভার্সিটি তে।গবেষকদের একপ্রকার অন্ধকারে রাখার চেষ্টা চালাচ্ছে বিশ্বভারতী। তাই গবেষক পড়ুয়ারা অবস্থান বিক্ষোভে বসেছেন। যতক্ষন না তাদের সাথে কর্তৃপক্ষ আলোচনায় না বসছেন ততক্ষণ বিক্ষোভ চলবে।

No comments