Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

বিজেপি জনসংযোগ করতে মহিষাদলে বলরামপুজো।

বংটাইমস নিউজ;-  বিজেপি জনসংযোগ করতে মহিষাদলে বলরামপুজো।  এবার বলরামপুজোর জোর দিলেন বিজেপি কৃষকদের কাছে টানতে। রাজ্যজুড়ে  বিজেপির উদ্যোগে পালিত হল বলরামপুজো। আর সেই পুজোর মধ্য দিয়ে জনসংযোগ করতে চাইছে বিজেপি। বুধবার মহিষাদল বিজেপির…


বংটাইমস নিউজ;-  বিজেপি জনসংযোগ করতে মহিষাদলে বলরামপুজো।  এবার বলরামপুজোর জোর দিলেন বিজেপি কৃষকদের কাছে টানতে। রাজ্যজুড়ে  বিজেপির উদ্যোগে পালিত হল বলরামপুজো। আর সেই পুজোর মধ্য দিয়ে জনসংযোগ করতে চাইছে বিজেপি। বুধবার মহিষাদল বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে মহিষাদলে বিজেপির কার্যালে আয়োজন করা হয় বলরামপুজো। পুজোর অনুষ্ঠানে এসে কর্মীদের সাথে জনসংযোগ  করেন বিজেপির কেন্দ্রিয় নেতা জয় ব্যানার্জি। তিনি বলেন, অনেকেই অনেক পুজো করে চলেছেন। কিন্তু কৃষকদের কথা কেউ ভাবেনি। তাই আমরা কৃষকদের ভালো ফসল লাভের জন্য বলরামপুজো শুরু করেছি। রাজ্যের বিভিন্ন জায়গায় সেই পুজো হচ্ছে।কৃষক আমাদের প্রান। সেই কৃষক যাতে কোন ভাবে কষ্টে না থাকে তার জন্য আমাদের সরকার নানা প্রকল্প চালু করে তাদের পাশে থাকার চেস্টা করে চলেছে। সেই সাথে জয়বাবু বলেন বর্তমান সময়ে দলের মধ্যে পদ নিয়ে গোষ্ঠী  কোন্দল শুরু হয়েছে। দলে এইভাবে গোষ্ঠী  কোন্দল থাকলে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। গোষ্ঠী  কোন্দল  ভুলে সকলকে একজোটে কাজ করার আহ্বান জানান বিজেপি কেন্দ্রিয়  নেতা জয় ব্যানার্জি।  জয় ব্যানার্জি  ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্য নেতা শ্রীদ্ধার্থ নস্কর,  বিজেপি নেতা তপন ব্যানার্জি, বিশ্বনাথ  ব্যানার্জি  সহ অন্যান্যরা।

No comments