বংটাইমস নিউজ;- পূজো আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি।আর এই পূজো এলেই প্রত্যেক বাঙালি নতুন জামা কাপড় পড়ে হৈহুল্লোড়ে কাটান পূজোর কয়েকটা দিন।পূজোর আনন্দ অনেকের ভালো কাটলেও আর্থিক সংগতি ভালো না থাকায় অনেক ছেলে মেয়ের নতুন জামা কাপড় প…
বংটাইমস নিউজ;- পূজো আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি।আর এই পূজো এলেই প্রত্যেক বাঙালি নতুন জামা কাপড় পড়ে হৈহুল্লোড়ে কাটান পূজোর কয়েকটা দিন।পূজোর আনন্দ অনেকের ভালো কাটলেও আর্থিক সংগতি ভালো না থাকায় অনেক ছেলে মেয়ের নতুন জামা কাপড় পরনে জোটেনা। আর এই লক্ষ্যকে সামনে রেখে কিছু দরীদ্র পরিবারের ছেলেমেয়েদের পূজোর দিনে যাতে নতুন জামা কাপড় পরনে উঠতে পারে সেই ব্যবস্থাই করলো পূর্ব মেদিনীপুরের
কোলাঘাটের এক মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা কল্যানদীপ।কোলাঘাট এলাকার কিছু মহিলামিলে গত বছর থেকে পথ চলা শুরু করে মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে।কয়েকমাসে বেশকিছু সমাজসেবা মূলক কাজে লিপ্ত থাকার পর এবার অসহায় ছেলেমেয়েদের বাংলার শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজোয় যাতে নতুন পোষাক পরনে উঠতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার বিকেলে ১০০ জন দুঃস্থ শিশুদের হাতে নতুন পোষাক তুলে দিলো এই মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা কল্যানদীপ।এদিন শুধু নতুন পোষাক নয় বাচ্চাদের জন্য পেনশিল বক্স,ওয়াটার বোটল,মেয়েদের সাজের গহনাও তুলে দেওয়া হয় দুঃস্থদের।পাশাপাশি এদিন আব্যবহৃত পোষাক ও জিনিসপত্র এলাকার মানুষজন তুলে দেন দুঃস্থ মানুষের উদ্দেশ্যে। এরকম প্রায় ২০০ জন গোরীব মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পোষাক ও জিনিসপত্র।
No comments