Page Nav

HIDE

Business News

GRID_STYLE

Grid Blog

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Breaking News:

latest

ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬০লক্ষ টাকা প্রতারনার অভিযোগে

বংটাইমস নিউজ;- ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬০লক্ষ টাকা প্রতারনার অভিযোগে হরিপদ মাইতি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত হরিপদ আসলে পশ্চিমমেদিনীপুরের বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুরে মাস ছয়েক আগে এক…


বংটাইমস নিউজ;- ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬০লক্ষ টাকা প্রতারনার অভিযোগে হরিপদ মাইতি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ। ধৃত হরিপদ আসলে পশ্চিমমেদিনীপুরের বাসিন্দা। পূর্ব মেদিনীপুরের চৈতন্যপুরে মাস ছয়েক আগে একটি বাড়ি ভাড়া নিয়ে একটি ভূয়ো সংস্থা খোলেন। এমনকি ওই সংস্থা আগামিদিনে স্কুল কলেজ গড়ে তুলবে এবং সেখানেই তাদের চাকরি হবে। এই টোপ দিয়ে ন্যুনতম ২৫হাজার থেকে সর্বাধিক ৫৫হাজার

টাকা প্রতারিতদের কাছ থেকে ডিপোজিট মানি হিসেবে সংগ্রহ করা হয়। দেওয়া হোতো নিয়োগপত্রও। প্রায় ১৪০ জনের কাছ থেকে এমন করে প্রায় ৬০লক্ষ টাকা লুঠ করা হয়।  এমনকি বিশ্বাস অর্জনের জন্য বেশ কিছুজনকে দু-তিনমাস করে ১০ হাজার থেকে প্রায় ১৫ হাজার টাকা বেতন দেওয়া হোতো। কিন্তু গত এক-দু মাস ধরে অনেকে বেতন পাচ্ছিলেন না, তারা বিষয়টি নিয়ে হরিপদর কাছে দরবার করলে বিপদ বুঝে জুলাই মাস নাগাদ চৈতন্যপুরের পাততাড়ি গুটিয়ে গা ঢাকা দেয় হরিপদ। প্রতারনার স্বীকার হয়েছে বুঝতে পেরে প্রতারিতরা সুতাহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে পুলিশ। কিন্তু বেপাত্তা হয়ে যায় হরিপদ। এরমদ্ধ্যে পুলিশ জানতে পারে, চৈতন্যপুরের মত একইরকমভাবে হুগলির পুড়শূড়ায় ব্যাবসা ফাঁদে হরিপদ। এমনকি ওখানকার মানুষজনক

চৈতন্যপুরের সংস্থার করহা বলে বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। কিন্তু তাদের সন্দেহ হওয়ায় তারা চৈতন্যপুরে এসে খোঁজখবর শুরু করেন। তখন প্রতারনার পুরো বিষয়টা সামনে আসে। তারা যোগাযোগ করেন সুতাহাটা থানার সাথে। সুতাহাটা থানার পুলিশ টাওয়ার লোকেশন ট্র‍্যাক করে গ্রেপ্তার করা হয় হরিপদকে। মঙ্গলবার তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। টাকা ফেরত পেতে সুতাহাটা থানায় ভিড় জমান প্রতারিতরা। শুধুইকি হরিপদ, নাকি এই চক্রের পেছনে রয়েছে আরো কেউ। তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments