বংটাইমস নিউজ;- পুজোর আনন্দ ভাগ করেনিতে দুঃস্থ ছেলে মেয়ে বয়ষ্ক ব্যাক্তিদেরকে দোকানে নিয়ে গিয়ে তাদের প্রচ্ছন্দ মতো বস্ত্র তোলে দেওয়া হয়। এই অভিনম উদ্যোগ গ্রহন করেন ড্যান্সীন স্কুলের প্রিন্সিপ্যাল ছন্দা জানা।ড্যান্সীন স্কুলের ছাত্…
বংটাইমস নিউজ;- পুজোর আনন্দ ভাগ করেনিতে দুঃস্থ ছেলে মেয়ে বয়ষ্ক ব্যাক্তিদেরকে দোকানে নিয়ে গিয়ে তাদের প্রচ্ছন্দ মতো বস্ত্র তোলে দেওয়া হয়। এই অভিনম উদ্যোগ গ্রহন করেন ড্যান্সীন স্কুলের প্রিন্সিপ্যাল ছন্দা জানা।ড্যান্সীন স্কুলের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে দুঃস্থ ছেলেমেয়েদেরকে নিয়ে হলদিয়া একটি নামি বস্ত্র দোকানে নিয়ে যান।দোকান থেকে তাঁরা প্রচ্ছন্দ মতো বস্ত্র বেছে নেয়।এবং তাদেরকে গাড়িয়ে করে হলদী নদীধারে বেড়ানো,ফুচকা,ঝালমুড়ি,
আইসক্সিম,রাতো বিরিয়ানি খাইয়ে বাড়ি পৌচ্ছিয়ে দেওয়া।ড্যান্স একাডেমীর প্রিন্সিপাল ছন্দা জানা বলেন সব জায়গায় বস্ত্রতোলে দেওয়া হয় কূপন সিষ্টেম,লাইন ধরে দাঁড়ানো,অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকা,কোথায় নেওয়ার জন্য হুড়মুড়িয়ে পড়ে যাওয়া,প্রচ্ছন্দের বস্ত্র না পাওয়া।তাই এবার নতুন উদ্যোন নিয়ে দোকানে গিয়ে নিজেদের প্রচ্ছন্দে বস্ত্র বেছে নিবে।তাতে প্রত্যেকে মনভরবে।আমাদের দেখে অন্যান্য প্রতিষ্ঠান এই ভাবে যদি এগিয়ে আছে তাদের পেরনা দেওয়ার জন্য এই ভাবে ব্যাবস্থা গ্রহন করা।
No comments