বংটাইমস নিউজ;- বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী রক্তাক্ত অবস্থায় স্কুলের গেটে পড়ে থাকলে উদ্ধারে কেউ এগিয়ে আসে নি ।ঘন্টা খানেক পড়ে থাকল রক্তাক্ত অবস্থায় স্কুলের গেটে ।ঘণ্টা খানেক পর ছাত্রীর কান্না শুনতে পেয়ে …
বংটাইমস নিউজ;- বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী রক্তাক্ত অবস্থায় স্কুলের গেটে পড়ে থাকলে উদ্ধারে কেউ এগিয়ে আসে নি ।ঘন্টা খানেক পড়ে থাকল রক্তাক্ত অবস্থায় স্কুলের গেটে ।ঘণ্টা খানেক পর ছাত্রীর কান্না শুনতে পেয়ে স্কুলের চালক স্কুলে গিয়ে শিক্ষকদের জানালে স্কুলের এক কর্মী জখম পঞ্চম শ্রেণীর ছাত্রী তানিয়া মুখোপাধ্যায়কে কাটোয়া মহকুমা হাসপাতালে ফেলে দিয়ে পালায় বলে অভিযোগ। কাটোয়ার এক বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের এই অমানবিক আচরণে কাটোয়ার শিক্ষকমহল হতবাক। তানিয়ার বাবা নিত্যনারায়ণ মুখোপাধ্যায় এই অমানবিক ঘটনার বিহিত চেয়ে কাটোয়ার মহকুমা শাসককে অভিযোগ জানিয়েছে। যদিও স্কুল কতৃপক্ষ এ বিষয়ে কিছু বলতে চাইছে না। বিকাল চারটে নাগাদ ছুটির সময় কেউ তানিয়াকে পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গিয়ে বাঁহাতের শিরা ছিঁড়ে যায়। প্রচুর রক্তক্ষরণ হয় বলে চিকিৎসক জানিয়েছে।ঘটনার বিষয়ে জানতে স্কুল কতৃপক্ষকে ডেকে পাঠাবেন বলে জানান কাটোয়া মহকুমা শাসক ।


No comments