বংটাইমস নিউজ;- হলদিয়া শুরু হল বন্ধন ব্যঙ্কের সাহাযার্থে শিক্ষিত যুবক যুবতিদের কর্মসংস্থান যৌগ্য প্রশিক্ষণ শিবির। এখানে এখন পাঁচটি স্কিল ডেভোলাপমেন্টের উপর প্রশি ক্ষণ দেওয়া হবে। মাইকোফিনান্স,সেলস,বিপিও,রিটেল,হসপিটালাইজ কোষ গুলি ক…
বংটাইমস নিউজ;- হলদিয়া শুরু হল বন্ধন ব্যঙ্কের সাহাযার্থে শিক্ষিত যুবক যুবতিদের কর্মসংস্থান যৌগ্য প্রশিক্ষণ শিবির। এখানে এখন পাঁচটি স্কিল ডেভোলাপমেন্টের উপর প্রশি ক্ষণ দেওয়া হবে। মাইকোফিনান্স,সেলস,বিপিও,রিটেল,হসপিটালাইজ কোষ গুলি করা হবে।বেশির ভাগ মেয়েদের উপর প্রশিক্ষনের জোর দেওয়া হবে বলে জানায়।ইতি মধ্য পশ্চিম মেদিনীপুর টাউন এবং খড়গপুর এবং পূর্ব মেদিনীপুর তমলুকে শুরু হয়ে
গেছে,আজ থেকে শিল্প শহর হলদিয়া শহরে শুরু হল । বন্ধন স্কিল ডেভোলাপমেন্ট সেন্টার শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণের শেষে চাকরি পেতে সহযোগিতা করা হবে সেন্ট্রাল থেকে । কোষ গুলি সব অল্প দিনে। আজ উদ্বোধন করলেন প্যান্টালুন প্রতিনিধি বিনোদ জয়সওয়ালএবং ইউরেকা প্রতিনিধি শুভদীপ পাল উপস্থিত ছিলেন আশদতলিয়া পঞ্চায়েত প্রধান শিবানী বাখুলি। বন্ধন এমপ্লমেন্ট প্রোগ্রাম ম্যানেজার সান্তুনু পোদ্দার।সান্তুনু পোদ্দার জানায় এর আগে ২৫০০০ হাজার ছাত্র ছাত্রীদেরকে প্রসিক্ষ দিয়ে আট হাজার থেকে দশ হাজার বেতনে কাজ
করছে। চলতি অর্থ বর্ষে পূর্ব মেদিনীপুরে হলদিয়া ২০০০ হাজার যুবক-যুবতীদের কর্মসংস্থান করার উদ্যোগ নিয়ে সেন্টাটি খোলা হয়েছে। আজকের ১০০জন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে প্রশিক্ষণ শুরু হল।এই কোষে বর্তমান বাজার মূল্য ৭০০০ হাজার হলে ২৩০০ টাকায় দুই কিস্তিতে ভর্তী হতে পারবে।বাকি টাকা বন্ধন ব্যঙ্ক ও সিটি ব্যঙ্ক সাহায্য করবে।



No comments