বংটাইমস নিউজ;- কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি ইমরান আলি খাঁন দিদি কে বলো কর্মসূচি কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে চারটি বুথে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে নানান সমস্যার কথা শুনে ,দিদিকে বলো 9137091370
বাংলার মুখ্য…
বংটাইমস নিউজ;- কাঁথি শহর তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি ইমরান আলি খাঁন দিদি কে বলো কর্মসূচি কাঁথি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে চারটি বুথে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে নানান সমস্যার কথা শুনে ,দিদিকে বলো 9137091370
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় এর ভিজিটিং কার্ড দিয়ে ফোন করলে মানুষের সমস্যার সমাধান হবে l সঙ্গে ছিলেন কাউন্সিলর সুবল মান্না, সেক বশির, শান্তনু মহাপাত্র ,সেক সাজিদ ,সেক আমিন, পৃথ্বীশ ,সেক আরিন
,সেক হারেস , সেক ইমরান l রাত্রিতে দলীয় কৰ্মী আজাদ আলি খান এর বাড়িতে নৈশ ভোজ করে রাত্রিযাপন করা হয় l আগামীকাল সকালে দলীয় পতাকা উত্তোলন করে দিদিকে বলো কর্মসূচি সমাপ্তি করা হবে l




No comments